Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

কলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

প্রকাশিত

ইস্টবেঙ্গল এসসি: ১০ (বিষ্ণু হ্যাটট্রিক-সহ ৪, মহীতোষ হ্যাটট্রিক-সহ ৩, সুহের ২, জেসিন টিকে ১) খিদিরপুর এসসি: ১ (প্রদীপ পাল)

কলকাতা: ফুটবল ম্যাচে ইস্টবেঙ্গল শেষ ১০ গোল করেছিল ৫১ বছর আগে, ১৯৭২ সালে। ডুরান্ড কাপের খেলায় তারা ১০-০ গোলে হারিয়েছিল বি বি স্টারকে। আর কলকাতা লিগে শেষ ১০ গোল করেছিল ৭৪ বছর আগে।

কলকাতা লিগে দু’ বারই ১০ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৪৩ সালের ১০ জুন ডালহৌসিকে ১০-০ গোলে হারিয়েছিল তারা। এর ছ’ বছর পর ১৯৪৯ সালের ২৮ জুন ক্যালকাটা গ্যারিসনকে ১০-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ৭৪ বছর পর ইস্টবেঙ্গল প্রতিপক্ষ দলকে ১০ গোল দিল। তবে এই ১০ গোল দেওয়ার পথে তারা ১ গোল হজম করল।

মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের খেলায় ইস্টবেঙ্গল ১০-১ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে। বিষ্ণু পিভি আর মহীতোষ রায়ের হ্যাটট্রিকের সুবাদে ইস্টবেঙ্গলের এই ১০ গোল খিদিরপুরের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে একই ম্যাচে দু’জনের হ্যাটট্রিক ৩৪ বছর পর ঘটল। এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন চিমা ও কুলজিৎ।

প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল      

প্রথমার্ধে খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মধ্যেই ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেই ফ্রি-কিক থেকে গোল করেন বিষ্ণু। বল খিদিরপুরের গোলরক্ষকের হাতে লেগেছিল। কিন্তু তিনি তা ধরে রাখতে পারেননি। ম্যাচের ১০ মিনিটে আবার বিষ্ণুর গোল। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের ফায়দা তুলল ইস্টবেঙ্গল।

খিদিরপুর যে বেশ চাপে পড়ে গিয়েছে তা তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছিল। দলের এবং বিষ্ণুর তৃতীয় গোল এল ম্যাচের ৩৬ মিনিটে। খিদিরপুর আবার গোল খেল তাদের ডিফেন্সের ভুলে। ২ মিনিট পরেই ইস্টবেঙ্গল আবার গোল পেল। এ বার গোলদাতা মহীতোষ। ম্যাচ বিরতির দিকে গড়িয়ে যাওয়ার মুখে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমাল খিদিরপুর। প্রদীপ পাল গোল করে খিদিরপুরের মুখ কিছুটা বাঁচালেন।

এর পর ৪ মিনিটে ব্যবধানে আরও ২টি গোল করল ইস্টবেঙ্গল। ম্যাচের ৪৪ মিনিটে মহীতোষ আবার গোল করলেন। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। তার মধ্যেই ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করলেন মহীতোষ। প্রথমার্ধে ম্যাচের ফল দাঁড়াল ৬-১।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল

দ্বিতীয়ার্ধে খিদিরপুরকে পরানো গোলের মালার দৈর্ঘ্য ক্রমশ বাড়তে লাগল। ম্যাচের ৫১ মিনিটে আবার গোল পেয়ে গেলেন বিষ্ণু। এই নিয়ে ৪টি গোল হল তাঁর। খিদিরপুরের ডিফেন্সের যেন গা-ছাড়া মনোভাব। ৭-১ গোলে এগিয়ে গেল লাল-হলুদ বাহিনী।

৩ মিনিট পরে আবার গোল। এ বার ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন জেসিন টিকে। তবে এই গোলের পিছনেও বিষ্ণুর অবদান রয়েছে। গোলরক্ষক বদল করল খিদিরপুর। কিন্তু তাতে কিছু লাভ হল না। ৪ মিনিট পরে আবার গোল করল ইস্টবেঙ্গল। এ বার গোল করলেন সুহের। এ বারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।

৫৬ মিনিটে ৯টি গোল করে ফেলেছে ইস্টবেঙ্গল। তাই স্বাভাবিক ভাবেই তাঁরা উৎসাহ ক্রমশ হারিয়ে ফেলছিলেন। কিছুটা ডিফেন্সিভ মেজাজে চলে যান বিনো জর্জের ছেলেরা। তাও আবার গোল হল। ম্যাচের শেষ গোল এল ৮০ মিনিটে। গোলদাতা সুহের। ১ মিনিট অতিরিক্ত সময় নিয়ে ম্যাচের বাকি ১১ মিনিট আর বলার মতো কিছু ঘটেনি।  

আরও পড়ুন

কলকাতা লিগ: প্রথম পর্বে হারের বদলা, ডায়মন্ডহারবারকে হারিয়ে লক্ষ্যের আরও কাছে মহামেডান

সাম্প্রতিকতম

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত...

আইপিএল ২০২৪: এবার ম্যাচ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস্‌ বনাম আরসিবি

খবর অনলাইন ডেস্ক: এবারের আইপিএল-এ প্লে-অফে কোন চারটে দল খেলবে তা আগেই ঠিক হয়ে...

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং  

খবর অনলাইন ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং।...

মৃণাল সেনের ‘কোরাস’ এবং কিছু কথা

পঙ্কজ চট্টোপাধ্যায় না, তখনও তার গ্র‍্যাজুয়েশন শেষ হয়নি। নামমাত্র বোধহয় দুটো টিউশনি করে সে, মানে...

আরও পড়ুন

অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ  

খবর অনলাইন ডেস্ক: দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন...

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার...