Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

প্রকাশিত

এমামি ইস্টবেঙ্গল এফসি: ৬ (হামিদ আহদাদ ২, বিপিন, আনোয়ার, সাউল ক্রেসপো, ডেভিড)

ইন্ডিয়ান এয়ারফোর্স: ১ (আমন খান)

কলকাতা: যে ম্যাচটা অন্তত প্রায় এক ডজন গোলে জেতা উচিত ছিল, সেই ম্যাচ ৬-১ গোলে জিতল এমামি ইস্টবেঙ্গল এফসি। এবারের ডুরান্ড কাপে গ্রুপ ‘এ’ থেকে লাল-হলুদ বাহিনী ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। তাই রবিবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ছেলেখেলা করে ডুরান্ডের লিগ স্টেজে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল।

রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হামিদ আহদাদ, বিপিন সিংহ, আনোয়ার আলি, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং ডেভিড লালানসাঙ্গা। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের হয়ে একমাত্র গোলটি করেন আমন খান।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে

ইস্টবেঙ্গলের তরফে এয়ারফোর্সকে গোলের মালা পরানো শুরু হয় ম্যাচের সাত মিনিটে। ডান দিকে বল পেয়ে এডমুন্ড লালরিনডিকা বক্সে ঢুকে ক্রস করেন। পেয়ে যান মরক্কোর ফুটবলার হামিদ। হেড করে গোল করেন তিনি। ইতিমধ্যে আরও গোটা দুয়েক গোলের সুযোগ হামিদ নষ্ট করার পর দ্বিতীয় গোল আসে বিপিন সিংহের পা থেকে ম্যাচের ২৬ মিনিটে। বায়ুসেনার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন বিপিন।

ম্যাচের একটি মুহূর্ত।

ইতিমধ্যে ১টি গোল শোধ করে দেয় প্রতিপক্ষ। ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে হেড করে গোল করেন আমন খান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই হামিদের গোল মিস করার খেলা শুরু হয়। অন্তত গোটাদুয়েক নষ্ট করেন। ইস্টবেঙ্গলের তিন নম্বর গোল আসে ম্যাচের ৬৪ মিনিটে। মিগুয়েলের কর্নারে জোরালো হেড করেন আনোয়ার আলি। ইস্টবেঙ্গলের গোলরক্ষকের হাতে লেগে বল গোলে ঢুকে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল লাল-হলুদ বাহিনীর। ইস্টবেঙ্গলের কর্নার থেকে বক্সের বাইরে বল পেয়ে যান মহম্মদ রশিদ। দূরপাল্লার শটে গোল করেন তিনি।

ইস্টবেঙ্গলের আরও দুটি গোল আসে ম্যাচের ৮৫ মিনিটে এবং একদম শেষ মুহূর্তে। ৮৫ মিনিটে ডান দিক থেকে এডমুন্ডের ভাসানো বল পেয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। কিন্তু ফিরতি বল চলে যায় ক্রেসপোর কাছে। তিনি গোল করতে কোনো ভুল করেননি। শেষ গোল স্বচ্ছন্দে করেন ডেভিড লালানসাঙ্গা।

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ ২০২৫: অভিষেকেই নায়ক হামিদ আহদাদ, শেষ আটে ইস্টবেঙ্গল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।