Home খেলাধুলো ফুটবল ডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

আবার গোল করলেন হামিদ।

এমামি ইস্টবেঙ্গল এফসি: ৬ (হামিদ আহদাদ ২, বিপিন, আনোয়ার, সাউল ক্রেসপো, ডেভিড)

ইন্ডিয়ান এয়ারফোর্স: ১ (আমন খান)

কলকাতা: যে ম্যাচটা অন্তত প্রায় এক ডজন গোলে জেতা উচিত ছিল, সেই ম্যাচ ৬-১ গোলে জিতল এমামি ইস্টবেঙ্গল এফসি। এবারের ডুরান্ড কাপে গ্রুপ ‘এ’ থেকে লাল-হলুদ বাহিনী ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। তাই রবিবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ছেলেখেলা করে ডুরান্ডের লিগ স্টেজে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল।

রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হামিদ আহদাদ, বিপিন সিংহ, আনোয়ার আলি, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং ডেভিড লালানসাঙ্গা। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের হয়ে একমাত্র গোলটি করেন আমন খান।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে

ইস্টবেঙ্গলের তরফে এয়ারফোর্সকে গোলের মালা পরানো শুরু হয় ম্যাচের সাত মিনিটে। ডান দিকে বল পেয়ে এডমুন্ড লালরিনডিকা বক্সে ঢুকে ক্রস করেন। পেয়ে যান মরক্কোর ফুটবলার হামিদ। হেড করে গোল করেন তিনি। ইতিমধ্যে আরও গোটা দুয়েক গোলের সুযোগ হামিদ নষ্ট করার পর দ্বিতীয় গোল আসে বিপিন সিংহের পা থেকে ম্যাচের ২৬ মিনিটে। বায়ুসেনার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন বিপিন।

durand eb vs iaf 2 11.08

ম্যাচের একটি মুহূর্ত।

ইতিমধ্যে ১টি গোল শোধ করে দেয় প্রতিপক্ষ। ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে হেড করে গোল করেন আমন খান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই হামিদের গোল মিস করার খেলা শুরু হয়। অন্তত গোটাদুয়েক নষ্ট করেন। ইস্টবেঙ্গলের তিন নম্বর গোল আসে ম্যাচের ৬৪ মিনিটে। মিগুয়েলের কর্নারে জোরালো হেড করেন আনোয়ার আলি। ইস্টবেঙ্গলের গোলরক্ষকের হাতে লেগে বল গোলে ঢুকে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল লাল-হলুদ বাহিনীর। ইস্টবেঙ্গলের কর্নার থেকে বক্সের বাইরে বল পেয়ে যান মহম্মদ রশিদ। দূরপাল্লার শটে গোল করেন তিনি।

ইস্টবেঙ্গলের আরও দুটি গোল আসে ম্যাচের ৮৫ মিনিটে এবং একদম শেষ মুহূর্তে। ৮৫ মিনিটে ডান দিক থেকে এডমুন্ডের ভাসানো বল পেয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। কিন্তু ফিরতি বল চলে যায় ক্রেসপোর কাছে। তিনি গোল করতে কোনো ভুল করেননি। শেষ গোল স্বচ্ছন্দে করেন ডেভিড লালানসাঙ্গা।

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ ২০২৫: অভিষেকেই নায়ক হামিদ আহদাদ, শেষ আটে ইস্টবেঙ্গল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version