Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

প্রকাশিত

এমামি ইস্টবেঙ্গল এফসি: ৬ (হামিদ আহদাদ ২, বিপিন, আনোয়ার, সাউল ক্রেসপো, ডেভিড)

ইন্ডিয়ান এয়ারফোর্স: ১ (আমন খান)

কলকাতা: যে ম্যাচটা অন্তত প্রায় এক ডজন গোলে জেতা উচিত ছিল, সেই ম্যাচ ৬-১ গোলে জিতল এমামি ইস্টবেঙ্গল এফসি। এবারের ডুরান্ড কাপে গ্রুপ ‘এ’ থেকে লাল-হলুদ বাহিনী ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। তাই রবিবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ছেলেখেলা করে ডুরান্ডের লিগ স্টেজে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল।

রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হামিদ আহদাদ, বিপিন সিংহ, আনোয়ার আলি, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং ডেভিড লালানসাঙ্গা। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের হয়ে একমাত্র গোলটি করেন আমন খান।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে

ইস্টবেঙ্গলের তরফে এয়ারফোর্সকে গোলের মালা পরানো শুরু হয় ম্যাচের সাত মিনিটে। ডান দিকে বল পেয়ে এডমুন্ড লালরিনডিকা বক্সে ঢুকে ক্রস করেন। পেয়ে যান মরক্কোর ফুটবলার হামিদ। হেড করে গোল করেন তিনি। ইতিমধ্যে আরও গোটা দুয়েক গোলের সুযোগ হামিদ নষ্ট করার পর দ্বিতীয় গোল আসে বিপিন সিংহের পা থেকে ম্যাচের ২৬ মিনিটে। বায়ুসেনার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন বিপিন।

ম্যাচের একটি মুহূর্ত।

ইতিমধ্যে ১টি গোল শোধ করে দেয় প্রতিপক্ষ। ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে হেড করে গোল করেন আমন খান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই হামিদের গোল মিস করার খেলা শুরু হয়। অন্তত গোটাদুয়েক নষ্ট করেন। ইস্টবেঙ্গলের তিন নম্বর গোল আসে ম্যাচের ৬৪ মিনিটে। মিগুয়েলের কর্নারে জোরালো হেড করেন আনোয়ার আলি। ইস্টবেঙ্গলের গোলরক্ষকের হাতে লেগে বল গোলে ঢুকে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল লাল-হলুদ বাহিনীর। ইস্টবেঙ্গলের কর্নার থেকে বক্সের বাইরে বল পেয়ে যান মহম্মদ রশিদ। দূরপাল্লার শটে গোল করেন তিনি।

ইস্টবেঙ্গলের আরও দুটি গোল আসে ম্যাচের ৮৫ মিনিটে এবং একদম শেষ মুহূর্তে। ৮৫ মিনিটে ডান দিক থেকে এডমুন্ডের ভাসানো বল পেয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। কিন্তু ফিরতি বল চলে যায় ক্রেসপোর কাছে। তিনি গোল করতে কোনো ভুল করেননি। শেষ গোল স্বচ্ছন্দে করেন ডেভিড লালানসাঙ্গা।

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ ২০২৫: অভিষেকেই নায়ক হামিদ আহদাদ, শেষ আটে ইস্টবেঙ্গল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।