সঞ্জয় হাজরা
এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে তুর্কমেনিস্তানের ফুটবল দল এফকে আরকাদাগ-এর মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। আজ বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষ্যে মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরকাদাগ-এর কোচ ডোভলেটমায়রাত জানালেন, “আগামীকাল ইস্টবেঙ্গলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামার জন্যে আমরা সব দিক থেকেই প্রস্তুত।”

সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের কোচ এবং অধিনায়ক।
দলের অধিনায়ক আলতুমায়রাত বলেন, “প্রাথমিক ভাবে এখানকার আবহাওয়ার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে কিছুটা অসুবিধে হলেও আমরা পুরোপুরি প্রস্তুত আগামীকালের ম্যাচের জন্য।”
ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো এবং অধিনায়ক সাউল ক্রেসপো উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে। এর পরে দুই দলই যুবভারতীতে অনুশীলন করেন।
ছবি: প্রতিবেদক