Homeখেলাধুলোফুটবলশহরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মঙ্গলবার ঠাসা কর্মসূচি

শহরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মঙ্গলবার ঠাসা কর্মসূচি

প্রকাশিত

সোমবার বাংলাদেশের ঝটিকা সফর সেরে কলকাতায় চলে এসেছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বুয়েনস এয়ার্স থেকে অ্যামস্টারডাম হয়ে সোমবার ভোর রাতে ঢাকা পৌঁছেছিলেন আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টেয় কলকাতার বিমান ধরে শহরে এসে পৌঁছোন তিনি।

সোমবার কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিমানবন্দরে মার্টিনেজকে অভ্যর্থনা জানাতে উপস্থিত শয়ে শয়ে ভক্তরা। শহরে একাধিক ইভেন্টে অংশ নেবেন তিনি। শহরে পা রেখেই খুশি মার্টিনেজ। কলকাতার ফুটবলপ্রেমীদের অভ্যর্থনায় আপ্লুত মার্টিনেজ। অসংখ্য সমর্থক আর্জেন্টিনার পতাকা নিয়ে, জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কলকাতায় এসে মার্টিনেস জানান, এখান এসে তিনি খুবই উত্তেজিত এবং আনন্দিত। বলেন, “কলকাতার মানুষ ফুটবল পাগল। সেটা বুঝতে পারছি। এত সমর্থক এখানে এসেছেন। এটাই বুঝিয়ে দেয় যে তারা কতটা ফুটবল ভালবাসেন। মোহনবাগান ক্লাবে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করিনি কলকাতা এসে আমি এত সমর্থন পাব।”

মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি। সূত্রের খবর, এ দিন তাঁর সঙ্গে দেখা হতে পারে রাজ্যের মুখ্যমন্তরী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। তাঁর সামনেই ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান অল স্টারস ও কলকাতা পুলিশ কমিশনার অল স্টারস। ‘মোহনবাগান রত্ন’ স্মারকও তুলে দেওয়া হবে মার্টিনেজের হাতে। এছাড়াও ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হবে মোহনবাগানের তরফে, সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্টিনেজ।

আরও পড়ুন: জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলঙ্কা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।