Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ম্যাচ ড্র রেখে গ্রুপ ‘সি’ থেকে শেষ ১৬-য় গেল...

ইউরো কাপ ২০২৪: ম্যাচ ড্র রেখে গ্রুপ ‘সি’ থেকে শেষ ১৬-য় গেল ইংল্যান্ড, ডেনমার্ক ও স্লোভেনিয়া

প্রকাশিত

ইংল্যান্ড: ০ স্লোভেনিয়া: ০

ডেনমার্ক:০ সার্বিয়া:০

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের গ্রুপ ‘সি’ থেকে শেষ ১৬-য় যেতে পারল না সার্বিয়া। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতের খেলায় ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া এবং ডেনমার্ক বনাম সার্বিয়া, দুটো ম্যাচই গোলশূন্য অবস্থায় শেষ হয়। ফলে এই গ্রুপ থেকে ৩টি দল শেষ ১৬-য় গেল। তারা হল ইংল্যান্ড, ডেনমার্ক ও স্লোভেনিয়া। স্লোভেনিয়া এই প্রথম কোনো বড়ো টুর্নামেন্টের নক আউট পর্যায়ে পৌঁছোল।  

৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে গ্রুপ লিগের খেলা শেষ করল ইংল্যান্ড। ডেনমার্ক এবং স্লোভেনিয়া, দুটি দলই ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। এবং মজার কথা হল গ্রুপ লিগের খেলায় ডেনমার্ক এবং স্লোভেনিয়ার পয়েন্ট, গোল পার্থক্য, গোল করার সংখ্যা, গোল খাওয়ার সংখ্যা, সবই এক। সুতরাং সব দিক থেকেই টাই। এখন কোন দল দ্বিতীয় স্থানে এবং কোন দল তৃতীয় স্থানে থাকবে তা ঠিক হবে তাদের শৃঙ্খলাপরায়ণতা পয়েন্ট বা র‍্যাঙ্কিং বিবেচনা করে। সার্বিয়া ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে থেকে ইউরো কাপ থেকে বিদায় নিল।

স্লোভেনিয়ার রক্ষণের কাছে হার মানল ইংল্যান্ড

কোলোন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ করল ইংল্যান্ড। উল্লেখ্য, গ্রুপ লিগের খেলায় স্লোভেনিয়া ১টিও ম্যাচ না জিতলেও কোনো ম্যাচই হারেনি।

বল দখলে রাখার হিসেবে গোটা ম্যাচে আধিপত্য রেখেও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারল না হ্যারি কেনের দল। ৭১% বল দখলে ছিল তাদের। অথচ স্লোভেনিয়ার গোল লক্ষ্য করে মাত্র তিনবার তারা শট নিয়েছিল। শেষ পর্যন্ত স্লোভেনিয়ার রক্ষণের কাছে তাদের হার মানতে হল। প্রশংসা করতে হয় স্লোভেনিয়ার। তাদের রক্ষণ ছিল নিখুঁত। এইভাবে ইংল্যান্ডের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ইউরো কাপের নক আউটে তারা জায়গা করে নিল।

একদিক থেকে বাঁচোয়া ইংল্যান্ডের। শেষ ১৬-য় তাদের সাক্ষাৎ হবে গ্রুপ লিগে তৃতীয় স্থানাধিকারী ৪টি দলের মধ্যে যে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে, সেই দলের সঙ্গে। এবারের ইউরো থেকে ইংল্যান্ডের খেলা নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে। সমর্থকদের মনে প্রশ্ন জাগছে। ২০২০-এর ইউরো রানার্স আপ ইংল্যান্ড এবার আদৌ ভালো কিছু ফল করতে পারবে কি?

ডেনমার্ক বনাম সার্বিয়ার ম্যাচে। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

কাজের কাজ করতে পারল না দিনেমাররা

মঙ্গলবার একই সময়ে মিউনিখের ফুটবল আরেনায় চলল ডেনমার্ক বনাম সার্বিয়ার ম্যাচ। এই ম্যাচও ডেনমার্ক গোলশূন্য অবস্থায় শেষ করে ইউরো কাপের শেষ ১৬-য় গেল। বলের দখলদারি অনেক বেশি ছিল দিনেমারদের। এমনকি, গোল করার বেশ কিছু সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি।

খ্রিস্টিয়ান এরিকসেন মাঝমাঠ থেকে বার বার উঠে গিয়েছেন সার্বিয়ার রক্ষণভাগে। কিন্তু সেই আক্রমণ থেকে গোল আসেনি। দুর্দান্তভাবে নিজেদের রক্ষা করেছে সার্বিয়া। সার্বিয়াও আক্রমণ চালিয়েছে। তাদের ঝানু স্ট্রাইকার আলেকসান্দার মিত্রোভিচ বেশ কয়েক বার পেনাল্টির আবেদনও করেন, কিন্তু তা গ্রাহ্য হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্যই থাকল এই ম্যাচ।  

আরও পড়ুন 

ইউরো কাপ ২০২৪: গোলের মেলায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে অস্ট্রিয়া শেষ ১৬-য়

ইউরো কাপ ২০২৪: ইউরোয় এমবাপ্পের প্রথম গোল, পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে শেষ ১৬-য় ফ্রান্স  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।