Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ২টো ম্যাচে জিতে প্রথম দল হিসাবে ‘রাউন্ড অফ ১৬’-য়...

ইউরো কাপ ২০২৪: ২টো ম্যাচে জিতে প্রথম দল হিসাবে ‘রাউন্ড অফ ১৬’-য় গেল জার্মানি

প্রকাশিত

জার্মানি: ২ (জামাল মুসিয়ালা, ইলকে গুন্দোগান) হাঙ্গেরি: ০

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘এ’-র প্রথম খেলায় স্কটল্যান্ডকে দুরমুশ করেছিল জার্মানি। বুধবার দ্বিতীয় খেলায় হাঙ্গেরিকে হারাল ২-০ গোলে। ফলে এবারের ইউরো কাপে পর পর ২টো ম্যাচে জিতে ‘রাউন্ড অফ ১৬’-য় জায়গা করে নিল জার্মানি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি

জার্মানির হয়ে খাতা খোলেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের ২২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে জটলা পাকিয়ে ফেলেন হাঙ্গেরির খেলোয়াড়রা। বল পেয়ে যান ইলকে গুন্দোগান। তিনি পাস দিয়ে দেন মুসিয়ালাকে। মুসিয়ালা খুব সহজেই হাঙ্গেরির গোলকিপারকে পরাস্ত করে গোলে বল ঢুকিয়ে দেন।

এর আগে ম্যাচের ১১ মিনিটে গোল করার সুযোগ নষ্ট করে জার্মানি। হাঙ্গেরির গোলমুখে তাদের ডিফেন্ডার ওরবানের কাছ থেকে বল কেড়ে নেন কাই হাভার্ৎজ। তিনি গোলে যে শট নেন তা সেভ করেন হাঙ্গেরির গোলকিপার।

ম্যাচের ২৬ মিনিটে গোল থেকে হাঙ্গেরিকে বঞ্চিত করলেন জার্মানির গোলকিপার নয়ার। জার্মানির গোলের উপরের দিকে বাঁদিকের কোণ লক্ষ্য করে হাঙ্গেরির সোবোসলাই যে দুর্দান্ত ফ্রি-কিক নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেব নয়ার। প্রথমার্ধে জার্মানি ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে জয়ের ব্যবধান বাড়াল জার্মানি

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা জমে ওঠে। হাঙ্গেরি চেষ্টা করে ম্যাচে সমতা আনতে। জার্মানি চেষ্টা করে জয়ের ব্যবধান বাড়াতে। জার্মানির চেষ্টা ফলপ্রসূ হয় ম্যাচের ৬৭ মিনিটে। হাঙ্গেরির বক্সের সামনে জার্মানির আক্রমণভাগের খেলোয়াড়রা চেষ্টা চালিয়ে যেতে থাকেন গোল করতে। মুসিয়ালা পাস বাড়ান মিতেলস্টাটকে। মিতেলস্টাট বক্সের মাঝখানে থাকা গুন্দোগানকে পাস বাড়ান। দক্ষিণ দিকের মাটিঘেঁষা কোণ দিয়ে গোলে বল ঢুকিয়ে দেন গুন্দোগান।

নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষ মুহূর্তে হাঙ্গেরিকে আবার গোল থেকে বঞ্চিত করল জার্মানি। জার্মানির রক্ষণভাগের খেলোয়াড় কিমিশ একেবারে উড়ে এসে গোললাইন থেকে বল সেভ করে দেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে জার্মানি।       

গ্রুপ ‘এ’-র অবস্থা

ছ’টি গ্রুপ থেকে প্রথম দুটি স্থানাধিকারী দল ‘রাউন্ড অফ ১৬’-য় যাবে এবং আরও ৪টি জায়গা খালি থাকবে। ছ’টি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে যে ৪টি দলের পারফরমেন্স ভালো থাকবে তারাই যাবে ‘রাউন্ড অফ ১৬’-য়। আপাতত জার্মানির যা পারফরমেন্স তাতে তৃতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে তারা যে সবচেয়ে ভালো জায়গায় থাকবে তা বলাই বাহুল্য। পরবর্তী ম্যাচ স্কটল্যান্ড বনাম সুইৎজারল্যান্ডের মধ্যে। এই ম্যাচে স্কটল্যান্ড যদি সুইৎজারল্যান্ডকে হারাতে না পারে তা হলে জার্মানি প্রথম ২টি স্থানের মধ্যে থাকবে। তার পর জার্মানি বনাম সুইৎজারল্যান্ডের খেলার ফলের উপরেই নির্ভর করবে, কে থাকবে এক নম্বর জায়গায় এবং কে দু’ নম্বরে।

গ্রুপ ‘এ’-তে ২টি ম্যাচ খেলে জার্মানির সংগ্রহ ৬ পয়েন্ট আর ১টি ম্যাচ খেলে সুইৎজারল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। ২টি ম্যাচ খেলে হাঙ্গেরি এবং ১টি ম্যাচ খেলে স্কটল্যান্ড, কেউই কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

আরও পড়ুন   

ইউরো কাপ ২০২৪: অতিরিক্ত সময়ে গোল করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ ২-২ করল আলবানিয়া        

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

ফুটবলতারকা মেসির বোন মায়ামিতে দুর্ঘটনায় গুরুতর আহত, স্থগিত বিয়ে

খবর অনলাইন ডেস্ক: মায়ামিতে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির...

বিশ্বকাপ ফুটবল ২০২৬: নামী দেশগুলির প্রথম ম্যাচ কার সঙ্গে, কবে, কখন  

খবর অনলাইন ডেস্ক: এই প্রথম বিশ্বের ৩টি দেশ একসঙ্গে ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন...