Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড...

ইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড  

প্রকাশিত

সুইৎজারল্যান্ড: ১ (ড্যান নডয়ে) জার্মানি: ১ (নিক্লাস ফুলক্রুগ)

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের গ্রুপ ‘এ’-র খেলায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে সমতা ফিরিয়ে শেষ ১৬-য় চলে গেল জার্মানি। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে এবং ১টি ম্যাচ ড্র করে তাদের সংগ্রহ করল ৭ পয়েন্ট। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ ১৬-য় গেল সুইৎজারল্যান্ড। ৩টি ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।

রবিবার ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড

ম্যাচের ২ মিনিটেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। সুইস বক্সের মধ্যে থাকা গুন্দোগানকে পাস বাড়ান মুসিয়ালা। কর্নারের বিনিময়ে জার্মানির প্রচেষ্টা প্রতিহত করে সুইস ডিফেন্স। কর্নার কিক থেকে গোল বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার।

বলের ওপর দখলদারি বেশি ছিল জার্মানির। আর সুইৎজারল্যান্ড নির্ভর করছিল প্রতি-আক্রমণের ওপর। ১০ মিনিটে গোল করার সুযোগ পায় সুইসরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ড্যান নডয়ে। সেই নডয়েই অবশ্য ম্যাচের ২৮ মিনিটে গোল করে সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন। সুইৎজারল্যান্ডের রিডার পাস বাড়ান ফ্রয়লারকে। ফ্রয়লার বাঁদিক থেকে বেশ কিছুটা এগিয়ে বল দেন নডয়েকে। নডয়ে আলতো টোকায় বল ঢুকিয়ে দেন জার্মানির গোলে। এটি নডয়ের প্রথম আন্তর্জাতিক গোল।  

তার আগে অবশ্য জার্মানির একটি গোল বাতিল হয়। ম্যাচের ১৭ মিনিটে ফ্লোরিয়ান ভির্ৎজ পাস বাড়ান আন্দ্রিখকে। আন্দ্রিখ বক্সের বাইরে থেকে শট নিয়ে বল জড়িয়ে দেন সুইস জালে। জার্মানরা উৎসব শুরু করে দিয়েছিল, কিন্তু ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।

শেষ ১৬-য় যাওয়ার উৎসব একসঙ্গে দুই দলের। UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

অতিরিক্ত সময়ে গোল শোধ  

দ্বিতীয়ার্ধে জার্মানি আপ্রাণ চেষ্টা চালাতে থাকে গোল শোধের। ৫১ মিনিটে ভির্ৎজ নিখুঁত থ্রু বাড়ান মুসিয়ালাকে। কিন্তু মুসিয়ালার শট বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার। ৩ মিনিট পরে আবার চেষ্টা। বাঁদিক থেকে আক্রমণ চালায় জার্মানি। মুসিয়ালা পাস বাড়ান আন্দ্রিখকে। মাঝমাঠ থেকে আন্দ্রিখ থ্রু পাঠান টোনি ক্রুসের কাছে। ক্রুস দুর্দান্ত শট নেন, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ইতিমধ্যে ম্যাচের ৮২ মিনিটে আর-একটি গোল করে ফেলেছিল সুইৎজারল্যান্ড। তাদের পরিবর্ত খেলোয়াড় ভার্গাসের শট জার্মানির গোলকিপার মানুয়েল নয়ারের পাশ দিয়ে গোলে ঢুকে যায়। ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় জানা যায় ভার্গাস অফসাইড ছিলেন।

শেষকালে জার্মানির কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। নিক্লাস ফুলক্রুগকে লক্ষ্য করে ক্রস বাড়ান রাউম। সুইস রক্ষণভাগকে এড়িয়ে ফুলক্রুগ যে হেড করেন তা সুইৎজারল্যান্ডের জালে জড়িয়ে যায়।

শেষ ১৬-য় থাকবেন না জার্মানির জোনাথন তা

সুইৎজারল্যান্ডের ব্রিল এমবোলোকে বিশ্রী ভাবে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন জার্মানির জোনাথন তা। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তা হলুদ কার্ড দেখেছিলেন। দুটি হলুদ কার্ড দেখার জন্য ‘রাউন্ড অফ ১৬’-য় খেলতে পারবেন না জোনাথন তা।   

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ইউরো-ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল, রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম                  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।