Homeখেলাধুলোফুটবলআইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: শনিবার ১২৫তম আইএফএ শিল্ডের ফাইনাল। মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেই ডার্বি ম্যাচের আগে বৃহস্পতিবার আইএফএ-র উদ্যোগে আইএফএ শিল্ড কার্নিভাল অনুষ্ঠিত হল।

ঐতিহ্যমন্ডিত আইএফএ শিল্ড ছাদবিহীন সুসজ্জিত বাসে পরিক্রমা করল মহানগরীর রাজপথে। ওই পরিক্রমায় শিল্ডের সঙ্গে ছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলারেরা। বাসটি ধর্মতলা থেকে ছেড়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ‘পাটুলি ফুড পাথ’-এ যাত্রা শেষ করে।

‘পাটুলি ফুড পাথ’-এ ফুটবলারদের নিয়ে টক শো অনুষ্ঠিত হয়। আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, রহিম নবি, ডেনসন দেবদাস, দীপক মণ্ডল, অসীম বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রায়, অর্ণব মণ্ডল এবং সৌমিক দে ওই টক শোয়ে যোগ দেন। সঞ্চালক ছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এ ছাড়াও আইএফএ-র সহ- সভাপতি দিলীপনারায়ণ সাহা অনষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিল্ড নিয়ে টক শোয়ের পাশাপাশি কুইজ অনুষ্ঠিত হয়। সফল উত্তরদাতাদের ফাইনাল ম্যাচের টিকিট পুরস্কার হিসেবে দেওয়া হয়। শুক্রবার আইএফএ শিল্ড একই ভাবে উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে।

ছবি: আইএফএ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।