Homeখেলাধুলোফুটবলফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্ব: ভারত-কুয়েত ম্যাচ গোলশূন্য, অবসর নিলেন সুনীল ছেত্রী

ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্ব: ভারত-কুয়েত ম্যাচ গোলশূন্য, অবসর নিলেন সুনীল ছেত্রী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সুনীল ছেত্রী। কিন্তু অবসরের দিনটা তেমন সুখের হল না।

সুনীল যে দিন অবসরের কথা ঘোষণা করেন, সে দিন জানিয়েছিলেন ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল।

একটাও গোল হল না  

প্রথমার্ধে গোল করার বেশ কিছু সুযোগ নষ্ট করে ভারত। সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন আনোয়ার আলি। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় ভারত। কর্নার কিক নেন অনিরুদ্ধ থাপা। বল চলে যায় আনোয়ারের কাছে। আনোয়ার ফাঁকায় দাঁড়িয়েছিলেন। কেউ বাধা দেওয়ার ছিল না। তিনি গোল লক্ষ্য করে হেড করেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। সহজ সুযোগ নষ্ট করেন আনোয়ার।

দ্বিতীয়ার্ধে খেলাটা পানসে হয়ে যায়। অচলাবস্থা ভাঙার তেমন কোনো জোরদার চেষ্টা কোনো পক্ষ থেকেই হয়নি। নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর ৬ মিনিট অতিরিক্ত সময় খেলানো হয়। কিন্তু ফল একই থাকে, গোলশূন্য। ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বের দ্বিতীয় রাউন্ডে ভারতের পরবর্তী তথা শেষ খেলা কাতারের সঙ্গে তাদের ঘরের মাঠে। ভারতকে আরও এগোতে হলে এই ম্যাচ জিততেই হবে।

নমস্কার করে বিদায় সুনীলের

এ দিনের ম্যাচ শেষে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। স্টেডিয়ামে সমবেত দর্শকদের উদ্দেশে নমস্কার করে বিদায় নিলেন সুনীল। সাড়া স্টেডিয়ামে চিৎকার করে তাঁর নামে জয়ধ্বনি করল। চোখের জলে চাসলেন সুনীল।

আন্তর্জাতিক ফুটবলের আসরে ১৫১টা ম্যাচে সুনীল গোল করেছেন ৯৪টা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করার নিরিখে তাঁর স্থান তৃতীয় – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরেই।

আরও পড়ুন

অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।