Homeখেলাধুলোফুটবল ভারতীয় ফুটবল দলের লাগাতার খারাপ পারফরম্যান্স, ছাঁটাই কোচ ইগর স্তিমাচ, কত টাকা...

 ভারতীয় ফুটবল দলের লাগাতার খারাপ পারফরম্যান্স, ছাঁটাই কোচ ইগর স্তিমাচ, কত টাকা ক্ষতিপূরণ পাবেন জানেন?

প্রকাশিত

সোমবার সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ) এক বিবৃতিতে জানায় যে, ইগর স্তিমাচকে ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনএ হ্যারিস, কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রমুখ।

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়ায় স্তিমাচ চাপে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র এবং ঘরের মাঠে হার তাঁর উপর চাপ বাড়ায়। পাশাপাশি কুয়েতের বিরুদ্ধেও ঘরের মাঠে ড্র করে ভারত। দীর্ঘ জাতীয় শিবির করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ফেডারেশনের তরফে ইতিমধ্যেই তাঁকে বরখাস্ত করার চিঠি পাঠানো হয়েছে।

২০১৯ সালে ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলার ইগর স্তিমাচকে কোচ হিসাবে নিয়োগ করেছিল এআইএফএফ। পাঁচ বছরে জাতীয় দলের উন্নতিতে উল্লেখযোগ্য কিছু করতে না পারায় এবং র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান আরও খারাপ হওয়ায় তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল। আন্তঃমহাদেশীয় কাপ, ত্রিদেশীয় কাপ এবং দু’বার সাফ জেতা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ট্রফি অর্জন করতে পারেননি তিনি। গতবার এশিয়ান কাপে একটিও গোল করতে পারেনি ভারত, যা তাঁর কোচিং দক্ষতা নিয়ে সমালোচনা সৃষ্টি করেছিল।

মার্চ মাসে স্তিমাচ জানিয়েছিলেন, ভারত তৃতীয় রাউন্ডে উঠতে না পারলে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেবেন। তবে, কুয়েতের বিরুদ্ধে ড্রয়ের পরেই তিনি বলেন যে, তিনি কোচের পদেই থাকছেন। চুক্তির কারণে তাঁকে বরখাস্ত করতে এআইএফএফ-কে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হত। কিন্তু, আর্থিক ক্ষতিপূরণ মেনে নিয়েও এআইএফএফ সোমবারের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, স্তিমাচকে বরখাস্ত করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ৩ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন তিনি।

জাতীয় শিবিরে দীর্ঘ সময় ব্যয় করার পরেও মাঠে ভারতের খেলার মান উন্নত হয়নি। স্তিমাচের কোচিংয়ে ‘প্ল্যান বি’-র অভাব এবং প্রতিটি ম্যাচে একই কৌশলে দলকে খেলানোর কারণে ফলাফল খারাপ হয়েছে। হারের পর বার বার ভাল খেলার আশ্বাস দিলেও, মাঠে তা দেখা যায়নি।

বিগত পাঁচ বছরে দলের উন্নতি করতে ব্যর্থ হওয়ায় এবং সাম্প্রতিক ম্যাচগুলিতে খারাপ ফলাফলের জন্য ইগর স্তিমাচকে বরখাস্ত করা হয়েছে। 

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।