Homeখেলাধুলোফুটবলআইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

আইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

প্রকাশিত

শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের ফাইনাল। জমজমাট এই মহারণের আগে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল দুই ফাইনালিস্ট দল — মোহনবাগান সুপার জায়েন্ট এবং বেঙ্গালুরু এফসি

যুবভারতীর ঘাসের মাঠে এদিন উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক শুভাশিস বসুগুরপ্রীত সিং সান্ধু, এবং দুই প্রধান কোচ হোসে মোলিনা (মোহনবাগান) ও জেরার্ড জারাগোজা (বেঙ্গালুরু)। মাঠের প্রস্তুতির পর কলকাতার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের। সেখানে দুই পক্ষ নিজেদের লক্ষ্যে দৃঢ় ও আত্মবিশ্বাসী বলেই জানালেন।

মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বলেন, “ফাইনাল মানে শুধু ম্যাচ নয়, এটা আবেগ, সম্মান এবং ক্লাবের ইতিহাসের অংশ। দল হিসেবে আমরা একজোট, এবং মাঠে নিজের সবটা দিয়ে দেব।”

বেঙ্গালুরুর অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুও জানিয়ে দেন,“আমরা জানি যুবভারতীতে খেলা মানে বিশাল চাপ। কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আমাদের একটাই লক্ষ্য – ট্রফি।”

সাংবাদিক বৈঠকে দুই দল। ছবি সঞ্জয় হাজরা

কোচ হোসে মোলিনা বলেন,“এই মরশুমে আমাদের ঘাম, পরিশ্রম, সব কিছু এই একটাই ম্যাচের জন্য। আমাদের ফুটবলাররা জানে কী করতে হবে।”

জেরার্ড জারাগোজা পালটা বলেন,“মোহনবাগান শক্তিশালী দল। তবে বেঙ্গালুরু কখনও লড়াই ছাড়া হার মানে না। ফাইনালে আমরা ৯০ মিনিট নয়, ৯৫ মিনিট লড়াই করব।”

ফাইনালের আগে দুই শিবিরেই উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে। একদিকে মোহনবাগান চাইছে আইএসএল ট্রফি ঘরে তুলতে, অন্যদিকে বেঙ্গালুরু চাইছে কলকাতার মাঠেই জয়ের স্বাদ পেতে।

সমর্থকদের নজর এখন একটাই প্রশ্নে—কার হাতে উঠবে এবারের আইএসএল ট্রফি? উত্তর মিলবে কাল যুবভারতীর সবুজ গালিচায়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...