কলকাতা: ভারত জয় করে শহরে ফিরেছে এটিকে মোহনবাগান। গত শনিবার গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারায় এটিকে মোহনবাগান। সোমবার মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার গঙ্গাপাড়ের ক্লাবে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “আগামী দিনে চাইব, মোহনবাগান বিশ্বের সেরা ক্লাব হোক”। ছবি: রাজীব বসু
মুখ্যমন্ত্রী বলেন, “ফাইনালের দিন সকালে আমি একটা স্বপ্ন দেখেছি। মোহনবাগান জিতে গিয়েছে।…যদিও তখনও খেলাই হয়নি”! ছবি: রাজীব বসু
মোহনবাগানের চ্যাম্পিয়ন দলের সদস্যদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে তুলে দিলেন উপহার। ছবি: রাজীব বসু
মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা মঞ্চ থেকে বল ছুড়ে দিলেন মমতা। ছবি: রাজীব বসু
শনিবার ক্লাবের সামনে সারা রাত ধরে চলেছে সেলিব্রেশন। রবিবার দল ফিরতেও উৎসব। এ দিনও সমর্থকদের ভিড় তাঁবুতে। ছবি: রাজীব বসু
ফোটো গ্যালারিতে আরও দেখুন: ট্রফি নিয়ে শহরে ফিরে দেদার উৎসব মোহনবাগানের, সোমবার ভারতসেরাদের অভিনন্দন জানাবেন মমতা