Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল...

ইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল ইতালি

প্রকাশিত

ক্রোয়েশিয়া: ১ (লুকা মদ্রিচ) ইতালি: ১ (মাতিয়া জাকাগনি)

খবর অনলাইন ডেস্ক: দুর্ভাগ্য ক্রোয়েশিয়ার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা এনে এবারের ইউরো কাপে শেষ ১৬-য় চলে গেল ইতালি। ম্যাচের ওপর আগাগোড়া আধিপত্য রেখেও আসল কাজটা হল না ক্রোয়েশিয়ার। ম্যাচ ড্র হয়ে গেল ১-১ গোলে।

ইউরো কাপের গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় হয়ে শেষ ১৬-য় গেল ইতালি। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে শীর্ষ স্থান স্পেনে। তারা আলবানিয়াকে ১-০ গোলে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের ১ নম্বর দল হিসাবে শেষ ১৬-য় গেল। ৩ ম্যাচ থেকে ক্রোয়েশিয়ার সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সুতরাং গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ ১৬-য় যাওয়ার সম্ভাবনা খুবই কম তাদের।     

ইউরোয় লুকা মদ্রিচের রেকর্ড

তবে এই ম্যাচে একটা উল্লেখযোগ্য ঘটনা হল লুকা মদ্রিচের রেকর্ড। ইউরো কাপে সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়ে রেকর্ড করলেন লুকা মদ্রিচ। ৩৮ বছর বয়সি লুকা কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে কয়েক মাসের ছোটো। কিন্তু এই ইউরোতে রোনাল্ডো এখনও গোল করতে পারেননি। তাই আপাতত সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসাবে রেকর্ড থাকল লুকার। কিন্তু এই ইউরোতে ভেঙে যেতে পারে লুকার এই রেকর্ড। কারণ পর্তুগাল চলে গিয়েছে শেষ ১৬-য়। লুকার এই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

প্রথমার্ধ গোলশূন্য  

ভারতীয় সময় সোমবার মধ্যরাতে ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে গোড়া থেকেই বলের দখলদারি ছিল ক্রোয়েশিয়ার। তারা উঠে আসছিল আক্রমণে। ইতালি ব্যস্ত ছিল পাঁচজনকে নিয়ে ডিফেন্সে। ৭ মিনিটের মাথায় প্রথম আক্রমণে উঠে আসে ইতালি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় ইতালির গোল করার চেষ্টা ব্যর্থ করেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। ইতালি কর্নার পেয়েছিল। কর্নার কিক চলে যায় বক্সের বাইরে থাকা বারেল্লার কাছে। বারেল্লা ক্রস বাড়ান। সেই ক্রসে মাথা ছোঁয়ান বাস্তোনি। সেই হেড দারুণ ভাবে বাঁচিয়ে দেন লিভাকোভিচ।

৩ মিনিট পরেই গোল করার সুযোগ আসে ক্রোয়েশিয়ার কাছে। ইতালির ডিফেন্স চিরে বল পাঠানো হয় বক্সে থাকা লুকার কাছে। লুকা ডান দিক দিয়ে নিচু ক্রস বাড়ান। ইতালির গোলে ঢোকার মুকে বাঁচিয়ে দেন পেলেগ্রিনি। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল শোধ

দ্বিতীয়ার্ধেও ম্যাচের শুরু থেকে বলের দখলদারি থাকে ক্রোয়েশিয়ার। ৫২ মিনিটে তারা পেনাল্টি পায়। ক্রোয়েশিয়ার ক্রামারিচের শট বাঁচাতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন ইতালির ফ্রাত্তেসি। ‘ভার’-এর পরীক্ষায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু লুকার শট বাঁচিয়ে দেন ইতালির গোলকিপার দোন্নারুম্মা।

মিনিটখানেক পরেই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন লুকা। দোন্নারুম্মা পেনাল্টি সেভ করার পর ক্রোয়েশিয়ার কাছে বল আসে। বক্সে থাকা আন্তে বুদিমির যে শট নেন তা আবার বাঁচিয়ে দেন দোন্নারুম্মা। কাছেই ছিলেন লুকা। বল তাঁর কাছে আসতেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল করেন তিনি। ক্রোয়েশিয়া এগিয়ে যায় ১-০ গোলে।

তার পর সমানে সমানে খেলা চলতে থাকে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। একেবারে শেষ মুহূর্তে গোল করে ক্রোয়েশিয়ার আশাভঙ্গ করে ইতালি। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে গোল শোধ করে দেয় তারা। কালাফিওরির কাছ থেকে বল পেয়ে মাতিয়া জাকাগনি যে শট নেন তা ক্রোয়েশিয়ার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। আসল কাজটি শেষ পর্যন্ত করে ফেলে ইতালি।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ১৬-য় যাওয়ার আশা জিইয়ে রাখল হাঙ্গেরি    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।