Homeখেলাধুলোফুটবল২০২৫ সালে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল টিম, নেতৃত্বে লিওনেল মেসি

২০২৫ সালে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল টিম, নেতৃত্বে লিওনেল মেসি

প্রকাশিত

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। ২০২৫ সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতের প্রীতি ম্যাচ খেলতে আসছেন। কেরলের ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমান ফেসবুকে এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি আর্জেন্টিনার পূর্ণশক্তির জাতীয় দলের অংশ হিসেবে মাঠে নামবেন।

মন্ত্রী বলেন, “মেসি থাকবেন, তাঁর সঙ্গে থাকবে আর্জেন্টিনার পূর্ণশক্তির দল। কেরল স্পোর্টস ফাউন্ডেশনের ফুটবল আন্দোলন এবং কেরল সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এটি বাস্তবে রূপ নিয়েছে। নিরাপত্তা সহ দলের সফরের প্রতিটি দিক সরকারের তত্ত্বাবধানে থাকবে।”

তিনি আরও জানান, পরের মাসে কেরল এবং আর্জেন্টিনার কর্মকর্তারা এক যৌথ সাংবাদিক বৈঠকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এছাড়া, ফিফার কর্মকর্তারা কোচির ভেন্যু পরিদর্শন করে ম্যাচ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন।

বলে রাখা ভালো, ২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ছেড়ে মেজর লিগ সকার (এমএলএস)-এর ইন্টার মায়ামি দলে যোগ দেন মেসি। তাঁর এই ক্লাব পরিবর্তন শুধু উত্তর আমেরিকা নয়, ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যেও উত্তেজনা তৈরি করে। কেরলের ফুটবলপ্রেমীরা গভীর রাতে জেগে মেসির ম্যাচ দেখেন এবং তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনায় মেতে থাকেন।

মেসি শুধু বিশ্ব ফুটবলের কিংবদন্তি নন, কেরলের ফুটবল সংস্কৃতিরও একটি বিশাল অংশ হয়ে উঠেছেন। এখানে তাঁর ভক্তরা ক্লাব ও গোষ্ঠী তৈরি করে মেসির সাফল্য উদযাপন করেন। কেরলের ফুটবল ঐতিহ্য এবং মেসির প্রতি মানুষের আবেগ আগামী সফরকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই সফর শুধু কেরলের নয়, গোটা ভারতের ফুটবল সংস্কৃতিতে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মেসিকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।