Homeখেলাধুলোফুটবল২০২৫ সালে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল টিম, নেতৃত্বে লিওনেল মেসি

২০২৫ সালে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল টিম, নেতৃত্বে লিওনেল মেসি

প্রকাশিত

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। ২০২৫ সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতের প্রীতি ম্যাচ খেলতে আসছেন। কেরলের ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমান ফেসবুকে এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি আর্জেন্টিনার পূর্ণশক্তির জাতীয় দলের অংশ হিসেবে মাঠে নামবেন।

মন্ত্রী বলেন, “মেসি থাকবেন, তাঁর সঙ্গে থাকবে আর্জেন্টিনার পূর্ণশক্তির দল। কেরল স্পোর্টস ফাউন্ডেশনের ফুটবল আন্দোলন এবং কেরল সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এটি বাস্তবে রূপ নিয়েছে। নিরাপত্তা সহ দলের সফরের প্রতিটি দিক সরকারের তত্ত্বাবধানে থাকবে।”

তিনি আরও জানান, পরের মাসে কেরল এবং আর্জেন্টিনার কর্মকর্তারা এক যৌথ সাংবাদিক বৈঠকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এছাড়া, ফিফার কর্মকর্তারা কোচির ভেন্যু পরিদর্শন করে ম্যাচ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন।

বলে রাখা ভালো, ২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ছেড়ে মেজর লিগ সকার (এমএলএস)-এর ইন্টার মায়ামি দলে যোগ দেন মেসি। তাঁর এই ক্লাব পরিবর্তন শুধু উত্তর আমেরিকা নয়, ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যেও উত্তেজনা তৈরি করে। কেরলের ফুটবলপ্রেমীরা গভীর রাতে জেগে মেসির ম্যাচ দেখেন এবং তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনায় মেতে থাকেন।

মেসি শুধু বিশ্ব ফুটবলের কিংবদন্তি নন, কেরলের ফুটবল সংস্কৃতিরও একটি বিশাল অংশ হয়ে উঠেছেন। এখানে তাঁর ভক্তরা ক্লাব ও গোষ্ঠী তৈরি করে মেসির সাফল্য উদযাপন করেন। কেরলের ফুটবল ঐতিহ্য এবং মেসির প্রতি মানুষের আবেগ আগামী সফরকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই সফর শুধু কেরলের নয়, গোটা ভারতের ফুটবল সংস্কৃতিতে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মেসিকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।