মহমেডান স্পোর্টিং: ৩ (সজল বাগ, মহারাবম ম্যাক্সিওন ২) বি এস এফ এফটি: ০
কলকাতা: মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের কাছে উপর্যুপরি পরাজয়ের এ বারের ডুরান্ড কাপে জয়ে ফিরল মহমেডান এসসি। বৃহস্পতিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত গ্রুপ ‘বি’-র ম্যাচে মহমেডান ৩-০ গোলে হারাল বিএসএফ ফুটবল টিমকে।
তবে মহমেডানের এই জয় নেহাতই সান্ত্বনা। কারণ এই জয়ের মাধ্যমেই গ্রুপ লিগে মহমেডানের যাত্রা শেষ হল। এই গ্রুপে প্রথম দুটি স্থানে রয়েছে ডায়মন্ড হারবার এফসি এবং মোহনবাগান এসসি। দুটি দলই ২টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। মহমেডান ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে এবং বিএসএফ ৩টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ না করে চতুর্থ স্থানে রয়েছে। শেষের দুই দলের এ বারের মতো ডুরান্ড-যাত্রা শেষ হল। আর কোন দল গ্রুপ শীর্ষে থাকবে তা ঠিক হবে ৯ আগস্ট মোহনবাগান বনাম ডায়মন্ড হারবারের ম্যাচের পর।
বৃহস্পতিবার মহমেডানের হয়ে প্রথম গোল করেন দলের অধিনায়ক সজল বাগ। ম্যাচের ৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি। এর পর মহারাবম ম্যাক্সিওন ম্যাচের ২১ মিনিটে ও ৩৫ মিনিটে আরও দুটি গোল করেন মহারাবম ম্যাক্সিওন। প্রথমার্ধে মহমেডান ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মহমেডান আরও গোল করার চেষ্টা করে। কিন্তু বিএসএফ-এর রক্ষণভাগের খেলোয়াড়রা সেই প্রচেষ্টা রুখে দেন। ফলে ৩-০ গোলেই জেতে সাদা-কালো বাহিনী।
আরও পড়ুন
ডুরান্ড কাপ ২০২৫: ১০ জনে মহমেডান স্পোর্টিংকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের