Homeখেলাধুলোফুটবলচিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

প্রকাশিত

ইস্টবেঙ্গল: ১ (হামিদ) মোহনবাগান: ১ (আপুইয়া)
টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী মোহনবাগান।

খবর অনলাইন ডেস্ক: এ বছর ডার্বি ম্যাচে হারের শোধ তুলল মোহনবাগান। আইএফএ শিল্ডের ফাইনাল ছিল চলতি মরশুমের তৃতীয় ডার্বি ম্যাচ। প্রথম দুটি ডার্বি হেরেছিল মোহনবাগান। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে নিল তারা।

শনিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আইএফএ শিল্ডের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ ছিল। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান। ম্যাচে সমতা ফিরিয়ে ছিল তারা। ম্যাচ টাইব্রেকারে গড়ালে মোহনবাগান ৫-৪ গোলে জিতে যায়। ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল সবুজ-মেরুন।
ইস্টবেঙ্গল এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। বেশির ভাগ সময়ে তাদেরই দাপট ছিল বেশি। কিন্তু আসল কাজটি করতে পারল না। শেষ পর্যন্ত মুখে হাসি ফুটল হোসে মোলিনার।

খেলা শুরুর প্রথম কিছুক্ষণ মোহনবাগানের দাপট ছিল তুলনামূলকভাবে বেশি। গোল করার সুযোগ পেয়েছিলেন লিস্টন কোলাসো। কিন্তু কাজের কাজ হয়নি। মিনিট পনেরো কাটতেই আক্রমণের ঝাঁঝ বাড়ে ইস্টবেঙ্গলের। তাদের ফুটবলারেরা নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণে উঠে আসছিলেন।

ইতিমধ্যে ম্যাচের ৩৩ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে ম্যাকলারেনকে ফাউল করেন ইস্টবেঙ্গলের আনোয়ার আলি। রেফারি পেনাল্টি দেন। কিন্তু পেনাল্টি কিক ইস্টবেঙ্গলের পোস্টের উপর দিয়ে উড়িয়ে দেন জেসন কামিংস। মিনিট দুয়েক পরেই সুযোগ নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে। বাগানের বক্সের বাইরে বল পান ইস্টবেঙ্গলের মহেশ নাওরেম সিংহ। অনেকটা দৌড়ে বক্সে ঢুকে তিনি ক্রস বাড়ান। ঠিক জায়গায় ছিলেন হামিদ। ক্রস পেয়ে গোল লক্ষ্য করে শট মারেন। বাগানের গোলরক্ষক বিশাল কাইথ ঝাঁপিয়েও তার নাগাল পাননি। লাল-হলুদ এগিয়ে যায় ১-০ গোলে।

বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। সাহাল আব্দুল সামাদ একক দক্ষতায় বক্সে ঢোকেন। তিনি বল বাড়ান কোলাসোর দিকে। বল চলে যায় আপুইয়ার কাছে। তিনি অরক্ষিত অবস্থায় ছিলেন। তাঁর জোরালো শট বারে লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে ফল দাঁড়ায় ১-১।

দ্বিতীয়ার্ধে দু’পক্ষই গোল করার সুযোগ পায়। কিন্তু ফল অপরিবর্তিত থাকে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ে দু’দলের খেলা দেখে মনে হচ্ছিল, দু’পক্ষই যেন টাইব্রেকারেই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েছে। শেষ পর্যন্ত তাই হয়।

টাইব্রেকারে গোলকিপার বদল করে ইস্টবেঙ্গল। প্রভসুখনকে তুলে নিয়ে দেবজিৎ মজুমদারকে নামান লাল-হলুদ কোচ। কিন্তু দেবজিৎ তাঁর অভিজ্ঞতা দিয়ে কিছু করতে পারেননি। একটি গোলও বাঁচাতে পারেননি। ৫টি গোল করে মোহনবাগান। অন্য দিকে কাজের কাজটি করেন বিশাল কাইথ। লাল-হলুদের নতুন ডিফেন্ডার জয় গুপ্তের শট বাঁচিয়ে দেন বিশাল। মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন মেহতাব সিংহ। যুবভারতী উল্লাসে ভরিয়ে দেন সবুজ-মেরুন সমর্থকেরা।

আরও পড়ুন: অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

আরও পড়ুন

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।