Homeখেলাধুলোফুটবলআইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

আইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

প্রকাশিত

সঞ্জয় হাজরা

বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার জন্য সবরকম প্রস্তুতি নিয়েই খেলতে নামবে মোহনবাগান। দলের আক্রমণভাগ এবং রক্ষণভাগ দুটো দিকের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন দলের প্রধান কোচ হোসে মোলিনা।

আইএসএল-এ মোহনবাগানের তৃতীয় ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধেবেলায় বেঙ্গালুরুর মাঠে দুটি দল মিলিত হবে। তারই প্রাক্কালে বৃহস্পতিবার মোহনবাগান মিডিয়া সেন্টারে মোহনবাগান সুপার জায়েন্টের প্রধান কোচ হোসে মোলিনা এবং খেলোয়াড় দিমিত্রি পেত্রাতোস সাংবাদিকদের মুখোমুখি হন।  

এবারের আইএসএল-এ মোহনবাগানের এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচ। এখনও পর্যন্ত ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বই এফসি-র সঙ্গে ড্র করে মোহনবাগান। আর দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনেইটেডকে ৩-২ গোলে হারিয়ে ডুরান্ড কাপের পরাজয়ের প্রতিশোধ তোলে।

কিন্তু রক্ষণ নিয়ে খুবই চিন্তিত মোহনবাগান। এবারের আইএসএল-এ রক্ষণের ভুলেই দুটি ম্যাচ থেকে ৪টি গোল খেয়ে বসে আছে তারা। রক্ষণ নিয়ে বাগানের কোচ মোলিনাও যে চিন্তিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তা বোঝা যায়। তিনি জানিয়ে দেন, আক্রমণভাগের সঙ্গে সঙ্গে দলের রক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃষ্টির মধ্যে মাঠে অনুশীলন। ছবি: সঞ্জয় হাজরা।

সাংবাদিক বৈঠকে বিদেশি খেলোয়াড় জেমস ম্যাকলারেনের প্রসঙ্গ ওঠে। কোচ মোলিনা জানান, ম্যাকলারেন পুরোপুরি প্রস্তুত। তবে তাঁকে আরও কিছুটা সময় দিতে হবে।

সাংবাদিক বৈঠকে সবুজ-মেরুন বাহিনীর অস্ট্রেলীয় ফুটবলার দিমিত্রি পেত্রাতোসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, খেলোয়াড়রা সব ম্যাচ একরকম পারফরমেন্স করতে পারেন না। কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকেই। নিজের খেলা সম্পর্কে দিমিত্রি বলেন, তাঁর সেরা খেলাটা এখনও তিনি মেলে ধরতে পারেননি। গতবারের সিজনের মতো পারফরমেন্স এখনও তিনি দেখাতে পারেননি। তবে তিনি আশাবাদী আগামী দিনে তিনি গোল স্কোরিং-এর ছন্দে নিশ্চয়ই ফিরবেন।

এদিন সাংবাদিক সম্মেলনের পর মোহনবাগানের খেলোয়াড়রা কোচ হোসে মোলিনার নেতৃত্বে বৃষ্টির মধ্যে মাঠে অনুশীলনে নামে। শুক্রবার মোহনবাগান কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়ে যাবে।

আরও পড়ুন

আইএসএল: ডুরান্ডের বদলা, দুবার পিছিয়ে থেকেও নর্থইস্টকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

ফুটবলতারকা মেসির বোন মায়ামিতে দুর্ঘটনায় গুরুতর আহত, স্থগিত বিয়ে

খবর অনলাইন ডেস্ক: মায়ামিতে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির...

বিশ্বকাপ ফুটবল ২০২৬: নামী দেশগুলির প্রথম ম্যাচ কার সঙ্গে, কবে, কখন  

খবর অনলাইন ডেস্ক: এই প্রথম বিশ্বের ৩টি দেশ একসঙ্গে ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন...