Home খেলাধুলো ফুটবল আইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

আইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

0
সাংবাদিক সম্মেলনে হোসে মলিনা (বাঁদিকে) এবং দিমিত্রি পেত্রাতোস। ছবি: সঞ্জয় হাজরা।

সঞ্জয় হাজরা

বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার জন্য সবরকম প্রস্তুতি নিয়েই খেলতে নামবে মোহনবাগান। দলের আক্রমণভাগ এবং রক্ষণভাগ দুটো দিকের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন দলের প্রধান কোচ হোসে মোলিনা।

আইএসএল-এ মোহনবাগানের তৃতীয় ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধেবেলায় বেঙ্গালুরুর মাঠে দুটি দল মিলিত হবে। তারই প্রাক্কালে বৃহস্পতিবার মোহনবাগান মিডিয়া সেন্টারে মোহনবাগান সুপার জায়েন্টের প্রধান কোচ হোসে মোলিনা এবং খেলোয়াড় দিমিত্রি পেত্রাতোস সাংবাদিকদের মুখোমুখি হন।  

এবারের আইএসএল-এ মোহনবাগানের এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচ। এখনও পর্যন্ত ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বই এফসি-র সঙ্গে ড্র করে মোহনবাগান। আর দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনেইটেডকে ৩-২ গোলে হারিয়ে ডুরান্ড কাপের পরাজয়ের প্রতিশোধ তোলে।

কিন্তু রক্ষণ নিয়ে খুবই চিন্তিত মোহনবাগান। এবারের আইএসএল-এ রক্ষণের ভুলেই দুটি ম্যাচ থেকে ৪টি গোল খেয়ে বসে আছে তারা। রক্ষণ নিয়ে বাগানের কোচ মোলিনাও যে চিন্তিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তা বোঝা যায়। তিনি জানিয়ে দেন, আক্রমণভাগের সঙ্গে সঙ্গে দলের রক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃষ্টির মধ্যে মাঠে অনুশীলন। ছবি: সঞ্জয় হাজরা।

সাংবাদিক বৈঠকে বিদেশি খেলোয়াড় জেমস ম্যাকলারেনের প্রসঙ্গ ওঠে। কোচ মোলিনা জানান, ম্যাকলারেন পুরোপুরি প্রস্তুত। তবে তাঁকে আরও কিছুটা সময় দিতে হবে।

সাংবাদিক বৈঠকে সবুজ-মেরুন বাহিনীর অস্ট্রেলীয় ফুটবলার দিমিত্রি পেত্রাতোসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, খেলোয়াড়রা সব ম্যাচ একরকম পারফরমেন্স করতে পারেন না। কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকেই। নিজের খেলা সম্পর্কে দিমিত্রি বলেন, তাঁর সেরা খেলাটা এখনও তিনি মেলে ধরতে পারেননি। গতবারের সিজনের মতো পারফরমেন্স এখনও তিনি দেখাতে পারেননি। তবে তিনি আশাবাদী আগামী দিনে তিনি গোল স্কোরিং-এর ছন্দে নিশ্চয়ই ফিরবেন।

এদিন সাংবাদিক সম্মেলনের পর মোহনবাগানের খেলোয়াড়রা কোচ হোসে মোলিনার নেতৃত্বে বৃষ্টির মধ্যে মাঠে অনুশীলনে নামে। শুক্রবার মোহনবাগান কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়ে যাবে।

আরও পড়ুন

আইএসএল: ডুরান্ডের বদলা, দুবার পিছিয়ে থেকেও নর্থইস্টকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version