Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: কোলাসোর জোড়া গোল, বিএসএফ-কে হারিয়ে পর পর জয় পেল...

ডুরান্ড কাপ ২০২৫: কোলাসোর জোড়া গোল, বিএসএফ-কে হারিয়ে পর পর জয় পেল মোহনবাগান  

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৪ (মনবীর সিংহ, লিস্টন কোলাসো ২, সুহেল ভাট) বিএসএফ এফটি: ০

কলকাতা: ডুরান্ড কাপে গ্রুপ লিগে পর পর জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। লিস্টন কোলাসোর জোড়া গোল এবং মনবীর সিংহ ও সুহেল ভাটের গোলে সোমবার তারা ৪-০ গোলে হারাল বিএসএফ এফটি-কে। শুক্রবার ম্যাচের অধিকাংশ সময় ১০ জনে খেলে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায়। গ্রুপ ‘বি’-র শীর্ষে কে থাকবে তার ফয়সালা হবে ৯ আগস্ট শনিবার। ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন বাহিনী।   

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে

কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচের শুরুতেই রক্ষণভাগের দোষে দু’বার অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় মোহনবাগান। প্রথম মিনিটেই মোহনবাগান রক্ষণভাগের ফুটবলারদের ভুল পাসে বল পেয়ে যান বিএসএফের ফুটবলার কিশোরী। তিনি মোহনবাগানের গোল লক্ষ্য করে যে দুর্বল শট নেন তা সহজেই রুখে দেন গোলকিপার বিশাল কায়েথ। দু’মিনিট পরেই আবার সুযোগ আসে বিএসএফ-এর কাছে। দীপক টাংরির ভুলে এ বারেও বল পেয়ে যান মোহনবাগানের বক্সে থাকা কিশোরী। তাঁর শট গোলের বাইরে দিয়ে চলে যায়।  সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় বিএসএফ-এর।

শুরুর জড়তা কাটিয়ে ধীরে ধীরে আক্রমণে উঠে আসে মোহনবাগান। একাধিক বার বল নিয়ে বিএসএফের বক্সে ঢুকে যায় তারা। এ ভাবেই ম্যাচের ৮ মিনিটে বল পেয়ে যান মনবীর। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন বিএসএফ-এর গোলকিপার হরপ্রীত। মোহনবাগানের আক্রমণ ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে থাকে  

ম্যাচের একটি মুহূর্ত।

বিএসএফ-এর রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ২৪ মিনিটে ব্যর্থ হয় তারা। বাঁ দিক থেকে রোশন একটা ক্রস ভাসিয়ে দেন। বিএসএফ-এর বক্সে থাকা মনবীর সিংহ তাতে মাথা ছুঁইয়ে গোল করেন। এর পর বার বার আক্রমণ করতে থাকে সবুজ-মেরুন বাহিনী। কিন্তু তাদের যাবতীয় আক্রমণ ঠেকিয়ে দেয় প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে আরও ৩ গোল

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। তারা আক্রমণের ঝড় তোলে। আর সেই ঝড়ে কুপোকাত হয়ে যায় বিএসএফ। ম্যাচের ৫৩ থেকে ৬১ মিনিট, মাত্র ৮ মিনিটের মধ্যে আরও ৩টি গোল পেয়ে যায়। সুহেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতে করতে লিস্টন কোলাসো পৌঁছে যান বিএসএফ-এর বক্সে। তাঁর নিচু শট জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।

পাঁচ মিনিট পরে আবার গোল মোহনবাগানের। আবার গোল কোলাসোর। এটা ছিল তাঁর একক প্রচেষ্টা। নিজের চেষ্টায় পৌঁছে যান বিপক্ষের বক্সে। রক্ষণভাগের দু’-একজন খেলোয়াড়কে কাটিয়ে যে নিচু শট নেন তা গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়।

জয়ের পরে মোহনবাগান।

তিন গোল খেয়ে তখন হাঁসফাঁস অবস্থা বিএসএফ-এর। আর এরই সুযোগে আবার গোল করে মোহনবাগান। ম্যাচের তথা দলের চতুর্থ গোল আসে ৬১ মিনিটে। এ বার গোল করেন সুহেল ভাট। বাঁ দিক থেকে বিএসএফের বক্সে ঢুকে পড়েন সুহেল। হরপ্রীত এগিয়ে এসেছিলেন। তাঁকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নেন সুহেল। শেষ মুহূর্তে গোললাইনে বল আটকে দেন বিএসএফের এক ফুটবলার। বিএসএফ জানায়, গোল হয়নি। আপত্তি তোলে মোহনবাগান। তাদের দাবি, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। তাদের দাবি লাইন্সম্যান মেনে নেন। মোহনবাগান ৪-০ গোলে এগিয়ে যায়।

এর পর ৭৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন কোলাসো। করতে পারলে হ্যাটট্রিক হয়ে যেত তাঁর। কিন্তু নিজে চেষ্টা না করে বল বাড়িয়ে দেন সুহেলকে। কিন্তু সুহেল সেই বল ধরার আগেই বিএসএফ-এর রক্ষণভাগের খেলোয়াড়রা বল ক্লিয়ার করে দেন।

ছবি: সঞ্জয় হাজরা

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ ২০২৫: ১০ জনে মহমেডান স্পোর্টিংকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।