Homeখেলাধুলোফুটবলআইএসএল: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

আইএসএল: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট: ৩ (দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, মনবীর সিং) চেন্নাইয়িন এফসি: ১ (রাফায়েল ক্রিভেলারো)

চেন্নাই: পর পর তিনটি ম্যাচে জিতল মোহনবাগান সুপার জায়েন্ট। এ বারের ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ভালো ভাবেই শুরু করেছে তারা। শনিবার তৃতীয় ম্যাচটি ছিল অ্যাওয়ে ম্যাচ। প্রথম দুটি ম্যাচ ছিল ঘরের মাঠে। যে আধিপত্য নিয়ে এ দিন চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলল সবুজ-মেরুন বাহিনী, তাতে বোঝাই যায়নি তারা প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি-র মাঠে খেলছে।

শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে খেলা খেলে এ দিন দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-কে ৩-১ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন এফসি ১টি গোল শোধ করে। পরের মিনিটেই মোহনবাগান আর-একটি গোল করে ৩-১ গোলে জয়লাভ করে।

দলের তিন গোলেই সহায়তা করেছেন কেরল থেকে আসা মিডফিল্ডার সহাল আবদুল সামাদ। তিন গোলদাতাকে কার্যত তিনিই গোল সাজিয়ে দেন। এ দিন নিজের সেরা ফর্মে ছিলেন এই তারকা ফুটবলার। পুরো ম্যাচটা অসাধারণ খেলে গেলেন তিনি। প্রতিপক্ষের গোল এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন। এ দিন হ্যাটট্রিক করতে পারতেন সহাল। সেই সুযোগ নষ্ট করলেন। এ দিন সহালই ম্যাচের সেরা হন।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মোহনবাগান  

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। তবে মাঝেমাঝে প্রতি- আক্রমণে উঠে আসার চেষ্টা করে চেন্নাইয়িন এফসি। তবে কিছু পরেই ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মোহনবাগান। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পায় মোহনবাগান। বক্সের ডান দিক থেকে সহাল মাঝারি উচ্চতার মাপা ক্রস দেন অস্ট্রেলীয় তারকা পেত্রাতোসের উদ্দেশে। সুযোগটি কাজে লাগান তিনি। সেই বলে ঠিকঠাক মাথা ছুঁইয়ে চেন্নাইয়ের জালে বল জড়িয়ে দেন পেত্রাতোস। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।

এর পরে সহাল অন্তত তিন বার চেন্নাইয়ের গোলের সামনে পৌঁছে যান। দু’বার তাঁর শট একটুর জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। এক বার চেন্নাইয়ের ডিফেন্ডার গোললাইন সেভ করেন। এ ভাবেই মোহনবাগানের দ্বিতীয় গোলটি চলে আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটের মাথায়। এই গোলটিও জেসন কামিংসকে কার্যত সাজিয়ে দেন সহাল। এ বার বাঁ দিক দিয়ে উঠে চেন্নাইয়ের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কামিংসকে বল বাড়ান সহাল। হালকা টোকায় চেন্নাইয়ের গোলে বলল ঠেলে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৩-১

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার আপ্রাণ চেষ্টা করে চেন্নাইয়িন। তারা বাগানের বক্সে ঢুকে আক্রমণ শানানোর চেষ্টা করে। তবে সবুজ-মেরুন বাহিনীর রক্ষণ সজাগ ছিল। তবু এরই মধ্যে ৫৫ মিনিটের মাথায় গোলের মুখ দেখে চেন্নাইয়িন। ফ্রি কিক থেকে গোল করেন পরিবর্ত খেলোয়াড় রাফায়েল ক্রিভেলারো। ওয়ালে দাঁড়ানো শুভাশিসের গায়ে লেগে তাঁর ফ্রি কিক গতিপথ পালটে গোলের বাঁ দিকের ওপরের কোণ দিয়ে মোহনবাগানের গোলে ঢুকে যায়। গোলকিপার বিশাল কায়েথ ঝাঁপিয়ে পড়েও তার নাগাল পাননি। 

কিন্তু পরের মিনিটেই মোহনবাগানের হয়ে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মনবীর সিং। এই গোলেরও অনেকটা কৃতিত্ব সেই সহালের। চেন্নাইয়িনের বক্সের সামনে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ডান দিকে থাকা অরক্ষিত মনবীরকে কোণাকুনি পাস বাড়ান সহাল। গোল করতে ভুলচুক করেননি মনবীর। প্রথম পোস্টের ভিতর দিয়েই জালে বল জড়িয়ে দেন তিনি। চেন্নাইয়িনের গোলকিপারের কিছু করার ছিল না। বাগান এগিয়ে যায় ৩-১ গোলে।

এর পরেও মোহনবাগান গোলের সংখ্যা আরও বাড়াতে পারত। চেন্নাইয়িনের গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন অনিরুদ্ধ থাপা। ৬৯ মিনিটে সহালের দুরন্ত থ্রু থেকে বল পেয়ে আরমান্দো সাদিকুর উদ্দেশে নিচু ক্রস দেন মনবীর। কিন্তু তার নাগাল পাননি সাদিকু। পাঁচ মিনিট পরেই পেত্রাতোস ও সাদিকু নিজেদের মধ্যে বল আদানপ্রদান করে গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত চেন্নাইয়ের রক্ষণ ভাগের খেলোয়াড় তা আটকে দেন। ৭৬ মিনিটে কর্নার থেকে মনবীরের ফ্লিক গোলে ঢুকে যেতে পারত। কিন্তু চেন্নাইয়িনের গোলকিপারের হাতে লেগে তা বাইরে চলে যায়। মোহনবাগান শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতে।

টানা তৃতীয় ম্যাচ জিতে ন’ পয়েন্ট নিয়ে লিগতালিকার শীর্ষেই থাকল মোহনবাগান। অন্য দিকে চেন্নাইয়িন এফসি লিগ তালিকার সর্বশেষ স্থানে নেমে গেল। তিন ম্যাচে এই নিয়ে আট গোল খেল তারা। এই দিনই লিগে তারা গোলের খাতা খুলল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।