Home খেলাধুলো ফুটবল আইএসএল-এর প্লে-অফ সূচি ঘোষণা, সেমিত কবে নামছে মোহনবাগান

আইএসএল-এর প্লে-অফ সূচি ঘোষণা, সেমিত কবে নামছে মোহনবাগান

0

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের প্লে-অফের সূচি ঘোষিত হল শনিবার। চলতি সপ্তাহে লিগ পর্ব শেষ হওয়ার পর, ২৯ ও ৩০ মার্চ নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২, ৩, ৬ ও ৭ এপ্রিল দুই লেগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মোহনবাগান এসজি পরপর দ্বিতীয়বার লিগ শিল্ড জিতে ইতিহাস গড়েছে। আইএসএল-এ প্রথম দল হিসেবে তারা এই কীর্তি অর্জন করল। প্লে-অফে মোহনবাগান এসজি ছাড়াও এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি স্থান নিশ্চিত করেছে।

তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো দুটি একলেগের নকআউট ম্যাচে মুখোমুখি হবে। বিজয়ীরা সরাসরি সেমিফাইনালে পৌঁছানো মোহনবাগান এসজি ও এফসি গোয়ার বিপক্ষে খেলবে। যদি কোনো প্লে-অফ ম্যাচে দুই দল সমান সংখ্যক গোল করে, তবে ম্যাচ অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়াবে।

সেমিফাইনাল হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে। দুই লেগ মিলিয়ে বিজয়ী দল ১২ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে। লিগ টেবিলে উচ্চতর স্থান অধিকার করা দলের হোম গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্লে-অফ সূচি

২৯ মার্চ – নকআউট ১: বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি

৩০ মার্চ – নকআউট ২: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি

২ এপ্রিল – সেমিফাইনাল ১ (প্রথম লেগ): নকআউট ১ বিজয়ী বনাম এফসি গোয়া

৩ এপ্রিল – সেমিফাইনাল ২ (প্রথম লেগ): নকআউট ২ বিজয়ী বনাম মোহনবাগান এসজি

৬ এপ্রিল – সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ): এফসি গোয়া বনাম নকআউট ১ বিজয়ী

৭ এপ্রিল – সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ): মোহনবাগান এসজি বনাম নকআউট ২ বিজয়ী

১২ এপ্রিল – ফাইনাল: সেমিফাইনাল ১ বিজয়ী বনাম সেমিফাইনাল ২ বিজয়ী

আইএসএল-এর ম্যাচগুলো JioHotstar-এ (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম) সরাসরি দেখা যাবে। টেলিভিশনে সম্প্রচার হবে Star Sports 3 ও Asianet Plus-এ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version