Home খবর বিদেশ ‘২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি’, ট্রাম্প এখন বলছেন, ‘একটু ব্যঙ্গ করেছিলাম’

‘২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি’, ট্রাম্প এখন বলছেন, ‘একটু ব্যঙ্গ করেছিলাম’

0

প্রেসিডেন্ট হওয়ার প্রায় দু’মাস পরও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে পায়নি। এই পরিস্থিতিতে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে নির্বাচনী প্রচারের সময় তিনি যে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ছিল “একটু ব্যঙ্গাত্মক”।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার দু’মাস পূর্ণ করতে চলা ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “আমি যখন বলেছিলাম, তখন একটু ব্যঙ্গ করেছিলাম। আসলে আমি বলতে চেয়েছিলাম, আমি চাই এই যুদ্ধ শেষ হোক এবং আমি মনে করি, আমি এতে সফল হব।”

২০২৩ সালের মে মাসে, সিএনএন-এর এক টাউন হলে ট্রাম্প বলেছিলেন, “রাশিয়ান ও ইউক্রেনীয়রা মরছে। আমি চাই এই মানুষ মারা বন্ধ হোক। আমি এটা করব—আমি এটা ২৪ ঘণ্টার মধ্যেই করব।”

গত বছর সেপ্টেম্বর মাসে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে ট্রাম্প বলেছিলেন, “আমি এটা প্রেসিডেন্ট হওয়ার আগেই মিটিয়ে ফেলব।” তিনি আরও বলেছিলেন, “যদি আমি জিতি, তা হলে যখন আমি প্রেসিডেন্ট-নির্বাচিত হব, তখন আমি একপক্ষের সঙ্গে কথা বলব, অন্য পক্ষের সঙ্গেএ কথা বলব। এ ভাবেই তাদের একসঙ্গে আনব।”

প্রচারের সময় এই দাবিটি বারবার করেছেন ট্রাম্প। তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে মস্কো সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে। জানা গিয়েছে, ইউক্রেন ইতিমধ্যেই এই প্রস্তাব গ্রহণ করেছে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হন, তাহলে তাঁর পরিকল্পনা কী?

জবাবে ট্রাম্প বলেন, “এটা বিশ্ববাসীর জন্য দুঃসংবাদ, কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমি মনে করি, তিনি রাজি হবেন। সত্যিই তাই মনে করি। আমি তাঁকে ভালোভাবেই চিনি এবং আমি মনে করি তিনি রাজি হবেনই”।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version