Homeখেলাধুলোফুটবলআইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল...

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ)

মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)  

খবর অনলাইন ডেস্ক: সেই এক কাহিনি, যা ডুরান্ড কাপ থেকে হয়ে আসছে। প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যাচ ড্র করে ফেলা। এবারেও তার অন্যথা হল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে ৩টে পয়েন্ট হাতছাড়া করা। মুম্বই এফসির সঙ্গে জেতা ম্যাচ ড্র করে এবারের আইএসএল অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের রক্ষণ নিয়ে চিন্তা থাকল কোচ হোসে মোলিনার।  

শুক্রবার শুরু হল ২০২৪-২৫-এর আইএসএল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল সবুজ-মেরুন বাহিনী। শেষ পর্যন্ত দলের সেন্টার ব্যাক সিরিয়ার থায়ের ক্রৌমার গোলে ১ পয়েন্ট ঘরে তুলে নিল মুম্বই।

প্রথমার্ধে মুম্বইয়ের রক্ষণের ভুলে দুটি গোল করে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে যথারীতি উল্টো চিত্র। এবার মোহনবাগানের রক্ষণের ভুল এবং সেই সুযোগে দুটি গোল শোধ মুম্বইয়ের তরফে। গতবারের আইএসএল প্লে অফ ফাইনালে যুবভারতীতে মুম্বইয়ের কাছে হারের প্রতিশোধ নেওয়া হল না মোহনবাগানের।

প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে

খেলার শুরুতেই কিন্তু প্রায় এগিয়ে গিয়েছিল মুম্বই। অফসাইডের জন্য গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের ৪ মিনিটেই গোল করে বসে মুম্বই। লালিয়ানজুয়ালা ছাংতের পাস থেকে বল পান জন তোরাই। তোরাইয়ের শটে পা লাগান বিপিন সিং এবং বল মোহনবাগানের জালে জড়িয়ে যায়। তবে লাইন্সম্যান পতাকা তুলে জানিয়ে দেন বিপিন অফসাইডে ছিলেন।

তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে মোহনবাগান আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং ম্যাচের ৮ মিনিটেই ফল পেয়ে যায়। বাঁদিক থেকে দৌড়ে এসে মুম্বইয়ের বক্সে বল রাখেন লিস্টন কোলাসো। সেই বল মুম্বইয়ের ডিফেন্ডার তিরির গায়ে লেগে তাদের গোলে ঢুকে যায়। মুম্বইয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান।

গোলের পরে আলবের্তো। ছবি: সঞ্জয় হাজরা।

কিছুক্ষণ পরে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মুম্বই। বিপিন পাস দেন ছাংতেকে। ছাংতে বল বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা নিকোস কারেলিসকে। কিন্তু কারেলিসের শট মোহনবাগানের গোলের বাইরে দিয়ে চলে যায়।

তবে এরপর থেকে ম্যাচের রাশ ক্রমশই চলে যায় মোহনবাগানের পায়ে। এবং সবুজ-মেরুন তার ফলও পেয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। জেসন কামিংসের কাছ থেকে বল পান আশিস রাই। আশিসের নিখুঁত ক্রস চলে যায় গ্রেগ স্টুয়ার্টের কাছে। স্টুয়ার্টের হেড থেকে খুব সহজেই গোল করেন আলবের্তো রদরিগুয়েজ। মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের ২টি গোল শোধ  

দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে বলের উপর দখল ছিল মোহনবাগানেরই বেশি। এরই মধ্যে মুম্বইও মাঝেমাঝেই আক্রমণে উঠে আসে এবং ম্যাচের ৭০ মিনিটে একটি গোল শোধ করে তারা। কর্নার পেয়ে গেছিল মুম্বই। কর্নার শট চলে আসে নৌফলের কাছে। কিন্তু নৌফলের সঙ্গে সঙ্গে তিরিও হেড করতে লাফান। তাতে কাজ না হলে বল মাটিতে পড়তেই চকিতে শট মেরে গোল করেন তিরি।

এরপর রীতিমতো উৎসাহিত হয়ে ম্যাচে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে মুম্বই। এর মধ্যেই কোচ হোসে তুলে নেন জেসন কামিংস ও লিস্টন কোলাসকে। দুর্বল রক্ষণের পাশাপাশি মোহনবাগানের আক্রমণ ভাগও ভোঁতা হয়ে যায়। সেই সুযোগে ম্যাচের ৯০ মিনিটে ম্যাচ ২-২ করে ফেলে মুম্বই। বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে যান নৌফাল। তিনি নিখুঁত পাস বাড়ান ক্রৌমার উদ্দেশে। চলতি বলেই নিচু শটে গোল করে মুম্বইকে ১ পয়েন্ট পাইয়ে দেন ক্রৌমা।

আরও পড়ুন

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।