Homeখেলাধুলোফুটবল১৭ বার ডুরান্ড কাপ জয়, সবচেয়ে বেশি বার জিতে রেকর্ড গড়ল মোহনবাগান

১৭ বার ডুরান্ড কাপ জয়, সবচেয়ে বেশি বার জিতে রেকর্ড গড়ল মোহনবাগান

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপ নিতে সবুজ-মেরুন খেলোয়াড়রা যখন মঞ্চের দিকে চলেছেন, তখন গার্ড অব অনার দিচ্ছেন লাল-হলুদ খেলোয়াড়রা। প্রতিযোগিতার ময়দানে এ এক অভিনব দৃশ্য। এই নিয়ে ১৭ বার ডুরান্ড কাপ জিতল মোহনবাগান। ডুরান্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি বার জিতে রেকর্ড গড়ল মোহনবাগান।

ব্রিটিশ ভারতের তৎকালীন বিদেশসচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ডের নামে ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয় ১৮৮৮ সালে, শিমলায়। ১৯৪০ সালে তা সরে আসে দিল্লিতে। কালক্রমে এই টুর্নামেন্ট গোয়া হয়ে কলকাতায়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশভাগ, ভারত-চিন যুদ্ধ, কোভিড ও নানা কারণে ১৩৫ বছরের মধ্যে ২১ বছর এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি।

২৩ বছর পরে মোহনবাগানের ঘরে

ডুরান্ডের ইতিহাসে ২৩ বছর পর ডুরান্ড জিতল মোহনবাগান। এর আগে জিতেছিল ২০০০ সালে। ফাইনালে হারিয়েছিল মাহিন্দ্রা ইউনাইটেডকে। রবিবারের ফাইনালের আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দু’ দলই ১৬ বার করে ডুরান্ড কাপ জেতার রেকর্ড করে ফেলেছিল। এ দিনের খেলায় জিতে কাপজয়ের হিসাবে ইস্টবেঙ্গলের তুলনায় এক কদম এগিয়ে থাকল মোহনবাগান। ডুরান্ড কাপের পুরস্কারঅর্থ হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট পেল ৬০ লক্ষ টাকা।

আর এ দিনের ফাইনালে জিতে আগের পরাজয়ের মধুর প্রতিশোধ নিল মোহনবাগান। দুটি ক্ষেত্রে প্রতিশোধ – প্রথমত, এ বারের টুর্নামেন্টেই গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গলের কাছে হারের প্রতিশোধ; দ্বিতীয়ত, এর আগে ডুরান্ড ফাইনালে দুই প্রধানের সাক্ষাৎ হয়েছিল ২০০৪-এ। সেবার মোহনবাগান ১-২ গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে।

ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রাজীব বসু।

কী পেল ইস্টবেঙ্গল

ডুরান্ডে রানার্স হওয়ার সুবাদে হিসাবে ইস্টবেঙ্গল এফসি পেল ৩০ লক্ষ টাকা। এ দিন মোহনবাগানের কাছে হেরে গেলেও ইস্টবেঙ্গলের তেমন আপশোশ করার কিছু নেই। এই টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স করল, তাতে তাদের সন্তুষ্ট হওয়ারই কথা। গত আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের স্থান ছিল শেষের দিক থেকে তৃতীয়।

ইস্টবেঙ্গলের আরও সন্তুষ্টির কারণ আছে। তাদের নন্দকুমার সেকর পেলেন গোল্ডেন বল। এই টুর্নামেন্টে তিনবার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, গ্রুপ স্টেজের ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন নন্দকুমার।

গোল্ডেন গ্লাভ বিশাল কাইথকে

গোল্ডেন গ্লাভ পেলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। তিনি গত আইএসএল টুর্নামেন্টেও গোল্ডেন গ্লাভ পেয়েছিলেন। ডুরান্ডে এই পুরস্কার জিতে বিশাল পেলেন ৩ লক্ষ টাকা। মহমেডান স্পোর্টিং-এর ডেভিড লালনসাঙ্গা পেলেন গোল্ডেন বুট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।