Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই...

আইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই  

প্রকাশিত

বেঙ্গালুরু: আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল আগেই প্লে অফে চলে গিয়েছিল। ষষ্ঠ দল হিসাবে কে যাবে সেই লড়াই ছিল ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে। আর সেটা নির্ভর করছিল মুম্বই সিটি এফসি বনাম ইতিমধ্যেই প্লে অফে চলে যাওয়া বেঙ্গালুরু এফসি-র লড়াইয়ে। শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল মুম্বইয়ের ভাগ্যে। মঙ্গলবার বেঙ্গালুরুকে ২-০ হারিয়ে ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল আইএসএলে গত বারের কাপ চ্যাম্পিয়নরা। ওড়িশা এফসিকে বিদায় নিতে হল।

লালিয়ানজ়ুয়ালা ছাংতে ও নিকোলাস কারেলিসের যুগলবন্দি মঙ্গলবার জিতিয়ে দিল মুম্বইকে। এ দিন ঘরের মাঠে সুনীলরা হেরে গেলেন মুম্বইয়ের কাছে। প্রথমার্ধেই দুটি গোল করে মুম্বই। ম্যাচের ৮ মিনিটের মাথায় বেঙ্গালুরুর পেনাল্টি বক্সের মধ্যে থেকে হর্ঘে ওর্তিস বাঁ পায়ে যে শট নেন তা ক্রসবারে লাগে। কিন্তু মাটিতে পড়ার আগেই নিকোলাস হেড করে বল পাঠিয়ে দেন ছাংতেকে। ছাংতে আসল কাজটি সম্পন্ন করেন। মুম্বই এগিয়ে যায় ১-০ গোলে।

গোল করে আরও উজ্জীবিত হয়ে ওঠে মুম্বই। তার ফল মেলে ম্যাচের ৩৬ মিনিটে।  নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে নিকোলাসকে ফাউল করেন বেঙ্গালুরুর ডিফেন্ডার আলেকজ়ান্ডার ইয়োভানোভিচ। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি নিকোলাস। ম্যাচের দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের আধিপত্য থাকলেও আর কোনো গোল হয়নি। মুম্বই জিতে যায় ২-০ গোলে।      

আইএসএল প্লে অফে যে ছ’টি দল পৌঁছোল সেগুলি হল মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।