Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

প্রকাশিত

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি গাইতান, আলাইদিন আজারেই)

ডায়মন্ড হারবার এফসি: ০ (লুকা মাজসেন)

কলকাতা: ডায়মন্ড হারবার এফসি-কে ৬-১ গোলে ধরাশায়ী করে নিজেদের ঘরেই ডুরান্ড কাপ রেখে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত বছরে মোহনবাগান সুপার জায়ান্টকে পেনাল্টি শুট-আউটে পরাজিত করে নিজেদের ঘরে কাপ তুলেছিল নর্থইস্ট। এ বারের ফাইনালে কিন্তু প্রত্যাশিত ঝড় উঠল না। খেলা হল একপেশে।

২০২০ সালে জন্ম নেওয়া ডায়মন্ড হারবার এফসি-র উত্থান চমকপ্রদ। মাত্র পাঁচ বছরের মধ্যে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন থেকে আই লিগে জায়গা করে নেয় তারা। তার পর ডুরান্ড কাপের ফাইনালে। এত কম সময়ের মধ্যে ডুরান্ড কাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে। তারা সেমিফাইনালে হারাল ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে, যারা আবার কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল।

নর্থইস্টের কোচ হুয়ান পেদ্রো বেনালি এবং দলের অন্যতম মালিক বলিউড তারকা জন আব্রাহাম।

সেই ডায়মন্ড হারবার এফসি কিন্তু শনিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে কার্যত আত্মসমর্পণ করল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। আসল দিনেই কিবু ভিকুনার ফুটবলাররা কাজের কাজটি করতে পারল না। গোদের উপর বিষফোড়ার মতো লুকা মাজসেন আর মাইক কোর্তাজার ছাড়া শনিবার আর কোনো বিদেশিকে খেলাতেই পারল না ডায়মন্ড হারবার। যার ফলে নর্থইস্টের কাছে সহজেই মাত হয়ে গেল ভিকুনার দল।

২টি গোল প্রথমার্ধে, ৫টি গোল দ্বিতীয়ার্ধে

এ দিন প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। প্রথম গোলের জন্য নর্থইস্টকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তার পর একের পর এক গোল আসে। ম্যাচের ৩০ মিনিটে ডায়মন্ডের বক্সে জটলা থেকে নর্থইস্ট যে শট নেয়, তা বাঁচিয়ে দেন ডায়মন্ডের গোলকিপার মিরশাদ মিচু। কিন্তু ফিরতি বল চলে যায় আশির আখতারের কাছে। তিনি গোল করতে কোনো ভুলচুক করেননি। নর্থইস্টের দ্বিতীয় গোল আসে ১৬ মিনিট পরে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ডায়মন্ডের বক্সে ঢুকে পার্থিব গগৈ বাঁ পায়ে যে শট নেন, তা মিরশাদকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।             

জয়ের আনন্দে নর্থইস্টের খেলোয়াড়েরা।

নর্থইস্টের বাকি চারটি গোল হয় দ্বিতীয়ার্ধে। একফাঁকে ডায়মন্ড একটি গোল শোধ করে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তৃতীয় গোল করে নর্থইস্ট। ডান দিক থেকে ডায়মন্ডের রক্ষণভাগে ঢুকে পড়েন আলাইদিন আজারেই। তিনি দূর পোস্টের কাছে দাঁড়িয়ে থাকা এইচ থয় সিং-কে লক্ষ্য করে যে পাস দেন তা অপচয় হয়নি। থয় সিং ডায়মন্ডের জালে বল জড়িয়ে দেন। ম্যাচের ৬৮ মিনিটে একটি গোল শোধ করে ডায়মন্ড। কর্নার থেকে বল পেয়ে যান জোবি জাস্টিন। তাঁর থেকে বল পান লুকা মাজসেন। মাজসেন যে শট নেন তা নর্থইস্টের গোলকিপার গুরমিতকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

নর্থইস্টের বাকি তিনটি গোল আসে ম্যাচের শেষ দিকে। ৮১ মিনিটে জাইরো বুস্তারার শট ডায়মন্ডের পোস্টে লেগে গোলে ঢুকে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল। থয়কে দিয়ে যে ভাবে গোল করিয়েছিলেন আজারেই, ঠিক সে ভাবেই এবার তিনি গোল করালেন অ্যান্ডি গাইতানকে দিয়ে। আর অতিরিক্ত সময়ের চার মিনিট গোল করেন এ দিনের জয়ের কার্যত নায়ক আলাইদিন আজারেই। তিনি যে পেনাল্টি শট নেন, তা পরাস্ত করে মিরশাদকে। নর্থইস্ট ৬-১ গোলে পর্যুদস্ত করে ডায়মন্ডকে।

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

ফুটবলতারকা মেসির বোন মায়ামিতে দুর্ঘটনায় গুরুতর আহত, স্থগিত বিয়ে

খবর অনলাইন ডেস্ক: মায়ামিতে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির...

বিশ্বকাপ ফুটবল ২০২৬: নামী দেশগুলির প্রথম ম্যাচ কার সঙ্গে, কবে, কখন  

খবর অনলাইন ডেস্ক: এই প্রথম বিশ্বের ৩টি দেশ একসঙ্গে ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন...