Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

প্রকাশিত

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি গাইতান, আলাইদিন আজারেই)

ডায়মন্ড হারবার এফসি: ০ (লুকা মাজসেন)

কলকাতা: ডায়মন্ড হারবার এফসি-কে ৬-১ গোলে ধরাশায়ী করে নিজেদের ঘরেই ডুরান্ড কাপ রেখে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত বছরে মোহনবাগান সুপার জায়ান্টকে পেনাল্টি শুট-আউটে পরাজিত করে নিজেদের ঘরে কাপ তুলেছিল নর্থইস্ট। এ বারের ফাইনালে কিন্তু প্রত্যাশিত ঝড় উঠল না। খেলা হল একপেশে।

২০২০ সালে জন্ম নেওয়া ডায়মন্ড হারবার এফসি-র উত্থান চমকপ্রদ। মাত্র পাঁচ বছরের মধ্যে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন থেকে আই লিগে জায়গা করে নেয় তারা। তার পর ডুরান্ড কাপের ফাইনালে। এত কম সময়ের মধ্যে ডুরান্ড কাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে। তারা সেমিফাইনালে হারাল ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে, যারা আবার কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল।

Durand cup coach john 23.08

নর্থইস্টের কোচ হুয়ান পেদ্রো বেনালি এবং দলের অন্যতম মালিক বলিউড তারকা জন আব্রাহাম।

সেই ডায়মন্ড হারবার এফসি কিন্তু শনিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে কার্যত আত্মসমর্পণ করল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। আসল দিনেই কিবু ভিকুনার ফুটবলাররা কাজের কাজটি করতে পারল না। গোদের উপর বিষফোড়ার মতো লুকা মাজসেন আর মাইক কোর্তাজার ছাড়া শনিবার আর কোনো বিদেশিকে খেলাতেই পারল না ডায়মন্ড হারবার। যার ফলে নর্থইস্টের কাছে সহজেই মাত হয়ে গেল ভিকুনার দল।

২টি গোল প্রথমার্ধে, ৫টি গোল দ্বিতীয়ার্ধে

এ দিন প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। প্রথম গোলের জন্য নর্থইস্টকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তার পর একের পর এক গোল আসে। ম্যাচের ৩০ মিনিটে ডায়মন্ডের বক্সে জটলা থেকে নর্থইস্ট যে শট নেয়, তা বাঁচিয়ে দেন ডায়মন্ডের গোলকিপার মিরশাদ মিচু। কিন্তু ফিরতি বল চলে যায় আশির আখতারের কাছে। তিনি গোল করতে কোনো ভুলচুক করেননি। নর্থইস্টের দ্বিতীয় গোল আসে ১৬ মিনিট পরে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ডায়মন্ডের বক্সে ঢুকে পার্থিব গগৈ বাঁ পায়ে যে শট নেন, তা মিরশাদকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।             

durand cup NE wins 23.08

জয়ের আনন্দে নর্থইস্টের খেলোয়াড়েরা।

নর্থইস্টের বাকি চারটি গোল হয় দ্বিতীয়ার্ধে। একফাঁকে ডায়মন্ড একটি গোল শোধ করে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তৃতীয় গোল করে নর্থইস্ট। ডান দিক থেকে ডায়মন্ডের রক্ষণভাগে ঢুকে পড়েন আলাইদিন আজারেই। তিনি দূর পোস্টের কাছে দাঁড়িয়ে থাকা এইচ থয় সিং-কে লক্ষ্য করে যে পাস দেন তা অপচয় হয়নি। থয় সিং ডায়মন্ডের জালে বল জড়িয়ে দেন। ম্যাচের ৬৮ মিনিটে একটি গোল শোধ করে ডায়মন্ড। কর্নার থেকে বল পেয়ে যান জোবি জাস্টিন। তাঁর থেকে বল পান লুকা মাজসেন। মাজসেন যে শট নেন তা নর্থইস্টের গোলকিপার গুরমিতকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

নর্থইস্টের বাকি তিনটি গোল আসে ম্যাচের শেষ দিকে। ৮১ মিনিটে জাইরো বুস্তারার শট ডায়মন্ডের পোস্টে লেগে গোলে ঢুকে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল। থয়কে দিয়ে যে ভাবে গোল করিয়েছিলেন আজারেই, ঠিক সে ভাবেই এবার তিনি গোল করালেন অ্যান্ডি গাইতানকে দিয়ে। আর অতিরিক্ত সময়ের চার মিনিট গোল করেন এ দিনের জয়ের কার্যত নায়ক আলাইদিন আজারেই। তিনি যে পেনাল্টি শট নেন, তা পরাস্ত করে মিরশাদকে। নর্থইস্ট ৬-১ গোলে পর্যুদস্ত করে ডায়মন্ডকে।

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।

ডুরান্ড কাপ ২০২৫: আধিপত্যে ফের ডার্বি দখল ইস্টবেঙ্গলের, ব্রুজোর ছকেই হার মানল মোলিনার মোহনবাগান

ডুরান্ড কাপে দেড় বছর পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল। ব্রুজ়োর কৌশলে ছাপিয়ে গেলেন মোলিনাকে। দিয়ামানতাকোসের জোড়া গোলে ২-১ জয়ে সেমিফাইনালে লাল-হলুদদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার।