Homeখেলাধুলোফুটবলকমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করি। এই সমস্যা ছোটোদের ভবিষ্যত জীবনে কী বিপদ ডেকে আনতে পারে সে সম্পর্কেও আমরা অনেকে অবহিত। কিন্তু এই সমস্যা সমাধানে কী করা উচিত, সেটাই আমরা ভেবে উঠতে পারি না। এ ব্যাপারে পথ দেখাল সোনামুই গ্রাম।   

সোনামুই গ্রাম হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত। লকডাউন-পরবর্তী সময়ে এই গ্রামের ক্রীড়াপ্রেমী মানুষজন লক্ষ করলেন, গ্রামের ছোটো ছোটো ছেলেরা আর মাঠমুখো হচ্ছে না। যে অভ্যাস তারা লকডাউনের সময়ে রপ্ত করেছিল, সেই অভ্যাস থেকে তারা আর কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। খেলাধূলা ছেড়ে দিয়ে তারা ক্রমশ মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে।

গ্রামবাসীরা বুঝতে পারলেন, ছোটোদের এই অভ্যাস ছাড়াতে হলে তাদের আবার মাঠে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্য নিয়েই সোনামুই বয়েজ স্কুলের মাঠে চালু হল ফুটবল প্রশিক্ষণ শিবির। নাম হল, সোনামুই নার্সারি ফুটবল কোচিং ক্যাম্প। ২০২২ সালে ১৫-২০ জন ছেলেকে নিয়ে এই শিবির শুরু করলেন গ্রামবাসীরা।

এই ফুটবল প্রশিক্ষণ শিবির ধীরে ধীরে স্থানীয় অঞ্চলে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করল। আজ এই ক্যাম্পে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০ জন। উল্লেখ্য, এই ক্যাম্পের কিছু ছেলে বর্তমানে ময়দানের বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক জহর দাসের কাছে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। ২০২৩ সালে কলকাতা মাঠে  টাউন ক্লাবের হয়ে ৫ম ডিভিশন লিগে খেলেছে তারা। এ ছাড়া  ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমিতে অনূর্ধ্ব ১৫-র দলেও জায়গা করে নিয়েছে।

বর্তমানে সোনামুইয়ের এই প্রশিক্ষণ শিবির থেকে বেশ কিছু ছেলে এআইএফএফ পরিচালিত অনূর্ধ্ব ১০ এবং ১২ বছর বয়স বিভাগের বেবি লিগের খেলায় যোগ দিতে চলেছে। এহেন সামাজিক কাজে উৎসাহিত করে ছেলেদের খেলার মাঠমুখো করাতে পেরে এলাকার মানুষজন খুবই খুশি, খুশি স্থানীয় প্রশাসনও।

ছবি: সৌজন্যে ক্যাম্প কর্তৃপক্ষ

আরও পড়ুন

রাত ১০টার পর ট্রেনে নিষিদ্ধ এসব জিনিস, জানুন নিয়ম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।