Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: দশজনে তুমুল লড়াই করেও শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের, ২-১ গোলে...

আইএসএল ২০২৪-২৫: দশজনে তুমুল লড়াই করেও শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের, ২-১ গোলে জিতল ওড়িশা

প্রকাশিত

ওড়িশা এফসি: ২ (জেরি মারউইমিংথাঙ্গা, হুগো বুমৌস) ইস্টবেঙ্গল এফসি ১ (লালচুংনুঙ্গা)

কলকাতা: ম্যাচের ১২ মিনিট যেতে না যেতেই গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ফরাসি মিডিও মাদি তালাল। এর ওপর আর একটি ধাক্কা। প্রথমার্ধের শেষ দিকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আহত সল ক্রেসপোর জায়গায় নামা জিকসন সিং-ও। ফলে গোটা ম্যাচের অর্ধেকের বেশি সময় দশ জনে খেলে গেল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষের সঙ্গে তুমুল লড়াই করে গেল তারা। কিন্তু শেষরক্ষা হল না।

বৃহস্পতিবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আইএসএল-এর ম্যাচে গোল করে এগিয়ে গেলেও ওড়িশা এফসির কাছে হার মানল ইস্টবেঙ্গল। ঠিক যখন মনে হচ্ছিল দশ জনের ইস্টবেঙ্গল যে ভাবে লড়াই দিচ্ছে, তাতে শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট নিয়ে ঘর ছাড়বে, ঠিক তখনই বক্সের মাঝখান থেকে নেওয়া এক জোরালো শট ইস্টবেঙ্গল জালে জড়িয়ে দিয়ে লাল-হলুদ সমর্থকদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন হুগো বুমৌস। ওড়িশার কাছে ১-২ গোলে হার স্বীকার করতে হল ইস্টবেঙ্গলকে।

৩টি গোলই দ্বিতীয়ার্ধে

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে্র শুরুতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ফল পেয়ে গেল ইস্টবেঙ্গল ম্যাচের ৫৩ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল অমরিন্দরের গায়ে লেগে চলে যায় হিজাজি মাহেরের কাছে। তিনি ওড়িশার গোল লক্ষ্য করে সোজা যে শট নেন, তা ওড়িশার অমরিন্দরের পায়ে লেগে ছিটকে চলে আসে লালচুঙনুঙ্গার পায়ে। মণিপুরী ডিফেন্ডার লালচুঙনুঙ্গা ওড়িশার জালে বল জড়িয়ে দিতে কোনো ভুলচুক করেননি।

ওড়িশার আক্রমণ ঠেকানোর চেষ্টা ইস্টবেঙ্গলের।

কিন্তু ইস্টবেঙ্গলের এই এগিয়ে যাওয়া দু’ মিনিটও স্থায়ী হল না। নাওরেম মহেশের সঙ্গে ডুয়েলে বল জিতে নিয়ে জেরি মারউইমিংথাঙ্গাকে ফরোয়ার্ড পাস দেন ওড়িশার ইসাক রালতে। ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে কোণাকুনি চিপ করেন জেরি, যা এগিয়ে আসা গোলকিপার প্রভসুখন সিং গিলের মাথার ওপর দিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচে সমতা ফেরায় ওড়িশা।

এর পরেও ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু লড়াইটা তো করছেন দশ জনে। স্বাভাবিক ভাবেই দলের খেলোয়াড়রা ক্রমশ ক্লান্ত হয়ে পড়তে শুরু করেন। ঠিক সেই সময়ে ৮১ মিনিটের মাথায় হুগো বুমৌসের গোল ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা এবং শেষ পর্যন্ত সেই ফলও বহাল থাকে।

লিগ টেবিলে কে কোথায়

১২টি ম্যাচের মধ্যে ৫টি জিতে এবং ৪টি ড্র করে ওড়িশা এফসি ১৯ পয়েন্ট সংগ্রহ করল। তারা উঠে এল তৃতীয় স্থানে। আর ইস্টবেঙ্গল ১০ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ রইল একাদশ স্থানেই।

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।