Home খেলাধুলো ফুটবল আইএসএল ২০২৪-২৫: দশজনে তুমুল লড়াই করেও শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের, ২-১ গোলে...

আইএসএল ২০২৪-২৫: দশজনে তুমুল লড়াই করেও শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের, ২-১ গোলে জিতল ওড়িশা

0
ওড়িশার আক্রমণ।

ওড়িশা এফসি: ২ (জেরি মারউইমিংথাঙ্গা, হুগো বুমৌস) ইস্টবেঙ্গল এফসি ১ (লালচুংনুঙ্গা)

কলকাতা: ম্যাচের ১২ মিনিট যেতে না যেতেই গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ফরাসি মিডিও মাদি তালাল। এর ওপর আর একটি ধাক্কা। প্রথমার্ধের শেষ দিকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আহত সল ক্রেসপোর জায়গায় নামা জিকসন সিং-ও। ফলে গোটা ম্যাচের অর্ধেকের বেশি সময় দশ জনে খেলে গেল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষের সঙ্গে তুমুল লড়াই করে গেল তারা। কিন্তু শেষরক্ষা হল না।

বৃহস্পতিবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আইএসএল-এর ম্যাচে গোল করে এগিয়ে গেলেও ওড়িশা এফসির কাছে হার মানল ইস্টবেঙ্গল। ঠিক যখন মনে হচ্ছিল দশ জনের ইস্টবেঙ্গল যে ভাবে লড়াই দিচ্ছে, তাতে শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট নিয়ে ঘর ছাড়বে, ঠিক তখনই বক্সের মাঝখান থেকে নেওয়া এক জোরালো শট ইস্টবেঙ্গল জালে জড়িয়ে দিয়ে লাল-হলুদ সমর্থকদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন হুগো বুমৌস। ওড়িশার কাছে ১-২ গোলে হার স্বীকার করতে হল ইস্টবেঙ্গলকে।

৩টি গোলই দ্বিতীয়ার্ধে

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে্র শুরুতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ফল পেয়ে গেল ইস্টবেঙ্গল ম্যাচের ৫৩ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল অমরিন্দরের গায়ে লেগে চলে যায় হিজাজি মাহেরের কাছে। তিনি ওড়িশার গোল লক্ষ্য করে সোজা যে শট নেন, তা ওড়িশার অমরিন্দরের পায়ে লেগে ছিটকে চলে আসে লালচুঙনুঙ্গার পায়ে। মণিপুরী ডিফেন্ডার লালচুঙনুঙ্গা ওড়িশার জালে বল জড়িয়ে দিতে কোনো ভুলচুক করেননি।

isl eb vs odisha 2 13.12

ওড়িশার আক্রমণ ঠেকানোর চেষ্টা ইস্টবেঙ্গলের।

কিন্তু ইস্টবেঙ্গলের এই এগিয়ে যাওয়া দু’ মিনিটও স্থায়ী হল না। নাওরেম মহেশের সঙ্গে ডুয়েলে বল জিতে নিয়ে জেরি মারউইমিংথাঙ্গাকে ফরোয়ার্ড পাস দেন ওড়িশার ইসাক রালতে। ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে কোণাকুনি চিপ করেন জেরি, যা এগিয়ে আসা গোলকিপার প্রভসুখন সিং গিলের মাথার ওপর দিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচে সমতা ফেরায় ওড়িশা।

এর পরেও ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু লড়াইটা তো করছেন দশ জনে। স্বাভাবিক ভাবেই দলের খেলোয়াড়রা ক্রমশ ক্লান্ত হয়ে পড়তে শুরু করেন। ঠিক সেই সময়ে ৮১ মিনিটের মাথায় হুগো বুমৌসের গোল ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা এবং শেষ পর্যন্ত সেই ফলও বহাল থাকে।

লিগ টেবিলে কে কোথায়

১২টি ম্যাচের মধ্যে ৫টি জিতে এবং ৪টি ড্র করে ওড়িশা এফসি ১৯ পয়েন্ট সংগ্রহ করল। তারা উঠে এল তৃতীয় স্থানে। আর ইস্টবেঙ্গল ১০ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ রইল একাদশ স্থানেই।

ছবি: সঞ্জয় হাজরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version