Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৮-এ জায়গা করে নিল...

কোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৮-এ জায়গা করে নিল পানামা

প্রকাশিত

পানামা: ৩ (খোসে ফাখার্দো, এদুয়ার্দো গুয়েরেরো, সিজার ইয়ানিস) বলিভিয়া: ১ (ব্রুনো মিরিন্দা)

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকায় শেষ ৮-এ যেতে হলে পানামাকে জিততেই হত। আর সেই কাজটাই করল তারা। গ্রুপ ‘সি’-এর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারাল পানামা। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়ে তারা শেষ ৮-এ জায়গা করে নিল।   

গ্রুপ ‘সি’-র অবস্থা

গ্রুপ ‘সি’ থেকে উরুগুয়ে আগেই চলে গিয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে। আর ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে পানামা থাকল দ্বিতীয় স্থানে। এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিল মার্কিন যুক্তরাষ্ট্র আর বলিভিয়া। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ যথাক্রমে ৩ এবং ০ পয়েন্ট।

মঙ্গলবার সকালে (ভারতীয় সময়) ফ্লোরিডার অরল্যান্ডোয় ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়ামে পানামা যথেষ্ট আধিপত্য বিস্তার করেই ম্যাচ বার করে নিয়ে যায়। প্রথমার্ধে ১টি গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় বলিভিয়া। এর পর পানামা আরও ২টি গোল করে। শেষ পর্যন্ত তারা জিতে যায় ৩-১ গোলে।

প্রথমার্ধে ১-০ এগিয়ে

ম্যাচের ২২ মিনিটে গোল করে এগিয়ে যায় পানামা। ক্রিস্টিয়ান মার্তিনেজের হেড থেকে বলিভিয়ার বক্সে বল পেয়ে যান খোসে ফাখার্দো। বলকে নিয়ন্ত্রণে এনে বলিভিয়ার গোলকিপার গিলেরমো ভিস্কারার পাশ দিয়ে নিখুঁত ভলিতে গোলে পাঠিয়ে দেন ফাখার্দো।

দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বলিভিয়ার হয়ে সমতা ফেরান ব্রুনো মিরিন্দা। মাঝমাঠ থেকে উঠে এসে পানামার রক্ষণভাগকে ভেদ করে রামিরো ভাকা বল পাঠিয়ে দেন ব্রুনো মিরিন্দার কাছে। পানামার গোলে বল ঢুকিয়ে দিতে কোনো ভুল করেননি মিরিন্দা। ম্যাচের ৭৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বলিভিয়ার কাছে। পানামার গোলকিপার ওরলান্দো মোসকুয়েরা গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু পানামা রক্ষণের পিছিয়ে থাকা খেলোয়াড়রা মিগুয়েল তের্কেরোসের দূর থেকে নেওয়া শট বাঁচিয়ে দেন।

কিন্তু মিনিটখানেক পরে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে পানামার হাতে। বাঁদিক থেকে ক্রস বাড়ান ডেভিস। সেই ক্রসে হেড দিয়ে গোল করেন এদুয়ার্দো গুয়েরেরো। পানামার জয়ে সিলমোহর পড়ে অতিরিক্ত সময়ের ১ মিনিটে। সিজার ইয়ানিসের ডান পায়ের শট ডানদিকের পোস্টের উপরের কোণ দিয়ে ভিতরে ঢুকে যায়। স্টেডিয়াম জুড়ে শুরু হয়ে যায় উৎসব। এবারের কোপায় ১০ গোল খেয়ে এবং মাত্র ১ গোল দিয়ে বিদায় নিল বলিভিয়া।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: উরুগুয়ের কাছে ০-১ গোলে হেরে বিদায় নিল আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র               

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।