Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: কার্যত ১০ জনে খেলা মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারাল...

কোপা আমেরিকা ২০২৪: কার্যত ১০ জনে খেলা মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারাল পানামা

প্রকাশিত

পানামা: ২ (সিজার ব্ল্যাকম্যান, জোস ফাজারদো) মার্কিন যুক্তরাষ্ট্র: ১ (ফোলারিন বালোগান)

খবর অনলাইন ডেস্ক: দুর্ভাগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের। ম্যাচের ১৮ মিনিটের পর থেকে ১০ জনে খেলতে হল তাদের আর তারই ফায়দা তুলে নিয়ে জয়ে ফিরল পানামা। আর হারের মুখ দেখল মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-৩ গোলে হেরে গিয়েছিল পানামা। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। শুক্রবার ভোরে (ভারতীয় সময়) জর্জিয়ার আটলান্টায় মার্সিডেস-বেঞ্জ স্টেডিয়ামে আয়োজিত নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামা ২-১ গোলে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে।

প্রথমার্ধে ১-১

দু’ পক্ষে সমানে সমানে শুরু করেছিল লড়াই। কিন্তু ম্যাচের ১৮ মিনিটে টিমোথি উই মারাত্মক ভাবে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই গুটিয়ে যায়। তবু তারই মধ্যে ম্যাচের ২২ মিনিটে গোল পেয়ে যায় তারা। অ্যান্টনি রবিনসনের পাস চলে আসে ফোলারিন বালোগানের কাছে। বক্সের বাঁদিক থেকে বালোগান বাঁ পায়ে যে শট নেন তা পানামার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

মিনিটচারেক পরেই ম্যাচে সমতা ফেরায় পানামা। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে মার্কিন গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায় বয়ল। পানামা আক্রমণ চালিয়ে যেতে থাকে। তবে প্রথমার্ধে ফল ১-১-ই থাকে।

৮৩ মিনিটে পানামার জয়সূচক গোল

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পানামা। কখনও খ্রিস্টিয়ান মার্তিনেজের শট, কখনও বা এদগার্দো ফারিনার শট আটকে দেন মার্কিন ডিফেন্ডাররা। ম্যাচের ৬৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। খ্রিস্টিয়ান পুলিসিচের কাছ থেকে পাস পেয়ে বক্সের বাঁদিকে থাকা বালোগান ডান পায়ে দুর্দান্ত শট নেন। কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪ মিনিট পরেই পানামার আমির মুরিল্লোর শট একেবারে গোলে ঢোকার মুখে বাঁচিয়ে দেন মার্কিন ডিফেন্ডার।

এদিন ম্যাচে বলের উপর দখলদারি পানামার অনেক বেশি ছিল। আর গোল লক্ষ্য করে শটও নিয়েছিল অনেক বেশি। পানামা ১৩টা আর মার্কিন যুক্তরাষ্ট্র ৬টা। শেষ পর্যন্ত ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় পানামা। বক্সের মাঝখান থেকে মার্কিন গোল লক্ষ্য করে জোস ফাজারদো যে শট নেন তা আটকাতে পারেননি গোলকিপার।

ফাউল করার অপরাধে ম্যাচের ৮৮ মিনিটে পানামার আদালবের্তো কারাসকুইলা লাল কার্ড দেখে বেরিয়ে যান। তবে এ থেকে কোনো ফায়দা তুলতে পারেনি মার্কিনরা।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: আর্জেন্তিনার পর ভেনেজুয়েলা, পরপর দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।