Homeখেলাধুলোফুটবলবিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

প্রকাশিত

ফুটবল বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ঘোষণা বুধবার আনুষ্ঠানিক ভাবে করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। কাতারের পর পশ্চিম এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে সৌদি আরব আয়োজন করতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ। যদিও এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ছিল প্রবল।

বিতর্কিত সিদ্ধান্ত

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানায় কেবল সৌদি আরব। শুরুতে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াও আগ্রহ দেখালেও পরে তারা দাবি প্রত্যাহার করে নেয়। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে সৌদি আরবকে এই দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে নরওয়ে ফুটবল সংস্থা। তাদের মতে, সৌদি আরবের মতো একটি দেশকে এমন দায়িত্ব দেওয়া ফিফার আদর্শের পরিপন্থী।

২০৩০ সালের আয়োজন ও শতবর্ষ উদযাপন

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন নিয়ে ফিফার পরিকল্পনা আগেই পরিষ্কার হয়েছিল। স্পেন, পর্তুগাল এবং মরক্কো মূল আয়োজক হলেও আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ের মতো দেশগুলোতেও একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি শতবর্ষ উদযাপনের জন্য বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন ফিফা সভাপতি।

ফিফার যুক্তি

ফিফার বক্তব্য অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশগুলিকে বেছে নেওয়া হয়েছে ফুটবলকে আরও বেশি দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। দল সংখ্যা বৃদ্ধির ফলে খেলার গুণমান ক্ষতিগ্রস্ত হয়নি, বরং এটি নতুন দেশগুলোর জন্য সুযোগ তৈরি করেছে।

সৌদি আরবের চ্যালেঞ্জ

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে সৌদি আরব বড় সুযোগ পেলেও মানবাধিকার ইস্যু এবং রাজনৈতিক বিতর্ক সামলানোর চ্যালেঞ্জ তাদের সামনে থাকবে। তবে ফিফার সদস্য দেশগুলির ব্যাপক সমর্থন সৌদি আরবের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায় ২০৩৪ সালের বিশ্বকাপের, যা আরও একবার পশ্চিম এশিয়ার ফুটবল মানচিত্রকে জাগিয়ে তুলবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।