Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: সেমিফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এবং নর্থইস্ট ইউনাইটেড

ডুরান্ড কাপ ২০২৫: সেমিফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এবং নর্থইস্ট ইউনাইটেড

প্রকাশিত

শিলং লাজং এফসি: ২ (ডি লিংডো, সানা মাইলিয়েম্পদা) ইন্ডিয়ান নেভি এফটি: ১ (বিজয় মারান্ডি)

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৪ (এ আজারাই ২, অ্যান্ডি রদ্রিগুয়েজ, পার্থিব গগৈ) বড়োল্যান্ড এফসি: ০

খবর অনলাইন ডেস্ক: এবারের ডুরান্ড কাপের শেষ চারে পৌঁছে গেল শিলং লাজং এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি। সেমিফাইনালে যাওয়ার পথে শিলং লাজং এফসি ২-১ গোলে হারাল ইন্ডিয়ান নেভি ফুটবল টিমকে এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি ৪-০ গোলে হারাল বড়োল্যান্ড এফসিকে। সেমিফাইনালে মুখোমুখি হবে বিজয়ী দুই দল।  

এগিয়ে থেকে হেরে গেল ইন্ডিয়ান নেভি

শনিবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় শিলঙের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। শিলং লাজং এফসি মুখোমুখি হয় ইন্ডিয়ান নেভি এফটি-র। সেই ম্যাচে শিলং ২-১ গোলে হারাল ইন্ডিয়ান নেভিকে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করার বিশেষ কোনো সুযোগ পায়নি। তবু তারই মধ্যে গোল করে এগিয়ে যায় ইন্ডিয়ান নেভি। ম্যাচের ৩৫ মিনিটে গোল পান বিজয় মারান্ডি। ভাস্কর রায়ের লম্বা গোলকিক পেয়ে যান রোশন পান্না। বল নিয়ে এগিয়ে গিয়ে শিলঙের বক্সে ঢুকে পড়েন। পাস দেন মারান্ডিকে। মারফান্ডি গোল করতে কোনো ভুলচুক করেননি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান নেভি।

Durand shillong in semi 17.08

সেমিফাইনালে চলে গেল শিলং লাজং। ছবি শিলং লাজং-এর ‘এক্স’ থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা এনে জয়সূচক গোলটি করেন শিলং লাজং। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ইন্ডিয়ান নেভি দলের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে শিলং এবং তার ফলও পেয়ে যায় ম্যাচের ৬৫ মিনিটে। বাঁ দিক থেকে ডি লিংডোর ক্রস ঢুকে যায় নেভির গোলে। নেভির রক্ষণভাগ কেমন যেন দুর্বল হয়ে যায়। আর সেই সুযোগে ক্রমাগত চাপ চালিয়ে যেতে থাকে শিলং। ১০ মিনিট পরে নেভির কাচ থেকে পেনাল্টি আদায় করে শিলং। পেনাল্টি থেকে গোল করে ২০ বছরের সানা মাইলিয়েম্পদা। শিলং ২-১ গোলে নেভিকে হারিয়ে পর পর দু’ বছর ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গেল।

নর্থইস্টের ৩টি গোল এল দ্বিতীয়ার্ধে

শনিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় কোকরাঝাড়ের সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) স্টেডিয়ামে। মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং বড়োল্যান্ড এফসি। সেই ম্যাচে নর্থইস্ট ৪-০ গোলে হারায় বড়োল্যান্ডকে। এর মধ্যে জোড়া গোল করেন এ আজারাই। প্রথমার্ধের ঠিক শেষের দিকে আজারাইয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। বাকি ৩টি গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

durand northeast wins 17.08

সেমিফাইনালে চলে গেল নর্থইস্ট ইউনাইটেড। ছবি ডুরান্ড কাপ ‘এক্স’ থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যান্ডি রদ্রিগুয়েজ। তার কিছুক্ষণ পরে এই ম্যাচে তাঁর দ্বিতীয় গোল করেন আজারাই। এবারের ডুরান্ডে এখনও পর্যন্ত মোহনবাগানের লিস্টন কোলাসো এবং আজারাই সর্বাধিক গোলদাতার তালিকায় যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। নর্থইস্টের চতুর্থ তথা শেষ গোল আসে ম্যাচের অতিরিক্ত সময়ে পার্থিব গগৈয়ের পা থেকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।