Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: শেষ ১৬-য় আগেই চলে যাওয়া স্পেন আলবানিয়াকেও হারাল

ইউরো কাপ ২০২৪: শেষ ১৬-য় আগেই চলে যাওয়া স্পেন আলবানিয়াকেও হারাল

প্রকাশিত

স্পেন: ১ (ফেরান তোরেস) আলবানিয়া: ১

খবর অনলাইন ডেস্ক: ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘বি’ থেকে আগেই শেষ ১৬-য় চলে গিয়েছে স্পেন। কিন্তু তারা তাদের পারফরমেন্স অক্ষত রাখল গ্রুপের শেষ খেলায় আলবানিয়াকে ১-০ গোলে হারিয়ে।

গ্রুপ বি-তে শীর্ষে থেকে শেষ ১৬-য় গেল স্পেন। আর দ্বিতীয় দল হিসাবে গেল ইতালি, ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করে। ভারতীয় সময় সোমবার মধ্যরাতে লাইপৎসিগ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে স্পেন তাদের নিয়মিত প্লেয়ারদের ১০ জনকে বিশ্রামে পাঠায়। তার জায়গায় নতুন ১০ জনকে খেলায় তারা।

প্রথমার্ধেই ১-০

ম্যাচের শুরুতেই স্পেনকে চেপে ধরে আলবানিয়া। আসানির ক্রস বাঁচিয়ে দেন স্পেনের ডিফেন্ডার। পর মুহূর্তেই স্পেন আক্রমণ করে। গ্রিমালদোর শট রুখে দেন আলবানিয়ার ডিফেন্ডার। ম্যাচের ৫ মিনিটে খেলার প্রথম কর্নারটি পায় আলবানিয়া। তবে আসলানির ক্রস স্পেনের রক্ষণভাগকে টপকে বিশেষ কিছু করতে পারেনি।

খেলা সমানে সমানে চলতে থাকে। ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। দানি ওলমো বাঁদিকে থাকা ফেরান তোরেসকে পাস বাড়ান। তাঁর মাটি ঘেঁষা শট আলবানিয়ার গোলের বাঁদিকের কোণ দিয়ে ঢুকে যায়।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল আলবানিয়া। একদম বক্সের ধার থেকে দুর্দান্ত শট নেন আসলানি। স্পেনের গোলকিপার দাভিদ রায়া ঝাঁপিয়ে পড়ে তা বাঁচিয়ে দেন। প্রথমার্ধে স্পেন ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে দুটো সুযোগ আলবানিয়ার

দ্বিতীয়ার্ধে আরও অন্তত দুটো সুযোগ পেয়েছিল আলবানিয়া ম্যাচে সমতা ফেরানোর। ৬৪ মিনিটে একটা সেট পিস থেকে স্প্যানিশ বক্সের মধ্যে বল পেয়ে যান আলবানিয়ার ব্রোজা। তিনি যে দুরন্ত শট নেন তাও অবিশ্বাস্য ভাবে বাঁচিয়ে দেন রায়া।

আলবানিয়ার আবার সুযোগ মেলে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। এবারেও একই কাহিনি। একটা ক্রস থেকে বল পেয়ে ব্রোজা যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন দাভিদ রায়া। রায়ার ক্রীড়াদক্ষতায় এবারের ইউরো কাপের গ্রুপ লিগে স্পেনের খাতা পরিষ্কার থাকল।   

আরও পড়ুন 

ইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল ইতালি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।