Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে জর্জিয়াকে ৪ গোল, কোয়ার্টার ফাইনালে...

ইউরো কাপ ২০২৪: আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে জর্জিয়াকে ৪ গোল, কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি স্পেন  

প্রকাশিত

স্পেন: ৩ (রোদরি, ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস, দানি ওলমো) জর্জিয়া: (রবিন লে নোরমান্দ, আত্মঘাতী)

খবর অনলাইন ডেস্ক: প্রথম আক্রমণেই ১৮ মিনিটে গোল দিয়ে বসল জর্জিয়া। সকলেই বিস্মিত। জর্জিয়ার সমর্থকরা তো উল্লিসিত। এবারের ইউরোতে গ্রুপ লিগের খেলায় সবচেয়ে ভালো রেকর্ড স্পেনের। ৩ ম্যাচের ৩টিতেই জয়। সেই স্পেনকে গোল দিল জর্জিয়া, যারা এই প্রথম কোনো বড়ো টুর্নামেণ্টের নক আউটে খেলছে।

গোল খেয়ে আহত বাঘের মতো তেড়েফুঁড়ে উঠল স্পেন। প্রথমার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল দিয়ে জর্জিয়াকে দুরমুশ করল স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে জার্মানির।

প্রথমার্ধে ১-১     

রবিবার মধ্যরাতে (ভারতীয় সময়) কোলোন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ১৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় জর্জিয়া। এর জন্য স্পেনেরও অবদান রয়েছে। কারণ গোলটা ছিল রবিন লে নোরমান্দের আত্মঘাতী। জর্জিয়ার ওকার কাকাবাদজের ক্রস বাঁচাতে গিয়ে নোরমান্দের বুকে লেগে নিজেদের গোলে ঢুকে যায় বল। আনন্দে আত্মহারা জর্জিয়া। তারা ভাবতেও পারেনি ১৮ মিনিটে গোল করে এগিয়ে যাবে। এটাই ছিল তাদের প্রথম আক্রমণ এবং সেখান থেকে গোল।

এবারের ইউরোতে এই প্রথম গোল খেল স্পেন। খেপে উঠল তারা। আক্রমণ চালিয়ে যেতে লাগল জর্জিয়ার উপর। আর তার ফলও পেয়ে গেল বিরতির ৬ মিনিট আগে। জর্জিয়ার বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে যান নিকো উইলিয়ামস। তিনি বল দিয়ে দেন বক্সের ধারে থাকা রদরিকে। রদরি বাঁ পায়ের শট জর্জিয়ার ডান দিকের পোস্ট ঘেঁষে নিচু হয়ে গোলে ঢুকে যায়।

গোল করে নৃত্য নিকো উইলিয়ামসের (ডানদিকে)। পাশে লামিনে ইয়ামাল। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল  

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্পেন। স্পেনের বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক। ফ্রি-কিক থেকে বল পেয়ে যান লামিনে ইয়ামাল। তিনি জর্জিয়ার গোল লক্ষ্য করে যে শট নেন তা বাঁচিয়ে দিন গোলকিপার গিওরগি মামারদাশভিলি। কিন্তু বল ফের চলে আসে স্পেনের কাছে। ডান দিক থেকে বল ধরে ইয়ামাল ক্রস পাঠিয়ে দেন বক্সের মাঝে থাকা ফাবিয়ান রুইজের কাছে। রুইজ হেড করে বল ঢুকিয়ে দেন জর্জিয়ার গোলে। স্পেন এগিয়ে যায় ২-১ গোলে।

স্পেনের চাপে পড়ে খেই হারিয়ে ফেলছিল জর্জিয়া। ইতিমধ্যে ম্যাচের ৬২ মিনিটে গোলের সুযোগ নষ্ট করল স্পেন। তবে ম্যাচের ৭৫ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় স্পেন। নিজেদের পেনাল্টি বক্সে বল পান রুইজ। বাঁ দিকে থাকা নিকো উইলিয়ামসের কাছে উঁচু করে বল পাঠিয়ে দেন রুইজ। উইলিয়ামস বল নিয়ে ঢুকে যান জর্জিয়ার বক্সে। সেখান থেকে গোলে বল ঢুকিয়ে দিতে কোনো ভুলচুক করেননি।

কিন্তু এখানেই থেমে থাকেনি স্পেন। ৮৩ মিনিটে আবার গোল। নিজেদের অর্ধে ভালো করে বল ক্লিয়ার করতে পারেনি জর্জিয়া। বল পেয়ে যান দানি ওলমো। বক্সের ঠিক বাইরে থেকে আলতো শটে বল পাঠিয়ে দেন জর্জিয়ার গোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ৯৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ড গেল শেষ ৮-এ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।