Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

কোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

প্রকাশিত

উরুগুয়ে: ০ (৪) ব্রাজিল: ০ (২)

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকা থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। উরুগুয়ে পেনাল্টি শুট-আউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কোলোম্বিয়ার।    

রবিবার সকালে (ভারতীয় সময়) নেভাদার লাস ভেগাসে অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ কখনোই উচ্চ মানে পৌঁছোতে পারল না। গোল লক্ষ্য করে শট হল মাত্র ৪টে। বরং এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে গাজোয়ারি খেলার জন্য। গোটা ম্যাচে ৪১টা ফাউল হল।

ম্যাচের ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নানদেজ। সাংঘাতিক ভাবে ব্রাজিলের রদরিগোর মোকাবিলা করার জন্য তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়। ম্যাচের বাকি ২১ মিনিট (নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট) উরুগুয়েকে ১০ জনে খেলতে হয়। তবু তার সুবিধা তুলতে পারল না ব্রাজিল। ম্যাচ গোলশূন্যই থাকল। শুরু হল পেনাল্টি শুট-আউট।

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

প্রথম পালা উরুগুয়ের। ফেদেরিকো বালবার্দের ডান পায়ের শট ব্রাজিলের গোলের বাঁ কোণ ঘেঁষে নিচু হয়ে ঢুকে যায়। উরুগুয়ে এগিয়ে যায় ১-০ গোলে।

এবার ব্রাজিলের পালা। গোল হল না। এদের মিলিতাওয়ের ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সারগিও রোচেত। উরুগুয়ে এগিয়ে থাকে ১-০ গোলে।

আবার গোল উরুগুয়ের। রদরিগো বেনতানকুরের ডান পায়ের শট ঢুকে গেল ব্রাজিলের গোলে। উরুগুয়ে এগিয়ে গেল ২-০ গোলে।

ব্রাজিলের দু’ নম্বর পেনাল্টি। গোল করলেন আন্দ্রিয়াস পেরেইরা। উরুগুয়ে এগিয়ে থাকল ২-১ গোলে।

তৃতীয় পেনাল্টিকেও গোলে পরিণত করল উরুগুয়ে। গোল করলেন গিওরগি দে আরাসকায়েতা। উরুগুয়ে এগিয়ে গেল ৩-১ গোলে।

ব্রাজিলের তিন নম্বর চেষ্টা ব্যর্থ হল। ডগলাস লুইজের শট বাঁ পোস্টে লেগে ফিরে গেল। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-১ গোলে।

উরুগুয়ের চতুর্থ পেনাল্টি। খোসে গিমেনেজের ডান পায়ের শট বাঁচিয়ে দেন ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-১ গোলে।      

চতুর্থ পেনাল্টি থেকে গোল করলেন ব্রাজিলের গাব্রিয়েল মার্তিনেলি। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-২ গোলে। আশা জিইয়ে রাখল ব্রাজিল।

কিন্তু সেই আশায় ছাই। পঞ্চম পেনাল্টি থেকে গোল করলেন মানুয়েল উগার্তে। ব্রাজিলের আর পঞ্চম পেনাল্টি নেওয়ার প্রয়োজন হল না। ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: গোলের বন্যায় পানামাকে ভাসিয়ে দিয়ে সেমিফাইনালে কোলোম্বিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।