Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: টানা ৩টি ম্যাচ জিতে শেষ ৮-এ ভেনেজুয়েলা, গোল পার্থক্যের...

কোপা আমেরিকা ২০২৪: টানা ৩টি ম্যাচ জিতে শেষ ৮-এ ভেনেজুয়েলা, গোল পার্থক্যের হিসাবে গেল একুয়াদোর

প্রকাশিত

ভেনেজুয়েলা: ৩ (এদুয়ার্দ বেয়ো, সালোমোন রোন্দোন, এরিক রামিরেজ)    জামাইকা: ০

মেক্সিকো: ০ একুয়াদোর: ০

খবর অনলাইন ডেস্ক: টানা ৩টে ম্যাচ জিতল ভেনেজুয়েলা। গ্রুপ ‘বি’-র চূড়ান্ত ২টি খেলার ১টিতে জামাইকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল তারা। অপর ম্যাচটি মেক্সিকোর বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় শেষ করে একুয়াদোরও জায়গা করে নিল শেষ ৮-এ।   

গ্রুপ ‘বি’-র অবস্থা

এবারের কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’-তে টানা ৩টি ম্যাচ জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করে কোয়ার্টার ফাইনালে চলে গেল ভেনেজুয়েলা। গ্রুপের শীর্ষ স্থানে পৌঁছে একটা লাভ হল ভেনেজুয়েলার। কোয়ার্টার ফাইনালে তাদের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং কাপ জয়ের সবচেয়ে বড়ো দাবিদার আর্জেন্তিনার মুখোমুখি হতে হবে না। তারা খেলবে গ্রুপ ‘এ’ রানার্স আপ কানাডার বিরুদ্ধে।   

একুয়াদোর ও মেক্সিকো, দুটো দলই ৩টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। কিন্তু গোল পার্থক্যের হিসাবে দ্বিতীয় স্থানে থেকে একুয়াদোরও চলে গেল কোয়ার্টার ফাইনালে। তৃতীয় দল মেক্সিকো এবং কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা জামাইকা এবারের মতো বিদায় নিল।

ভেনেজুয়েলার ৩ গোলই দ্বিতীয়ার্ধে      

ভারতীয় সময় সোমবার সকালে টেক্সাসের নর্থ অস্টিন কিউটু স্টেডিয়ামে আয়োজিত ভেনেজুয়েলা বনাম জামাইকা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। ভেনেজুয়েলাকে এদিন তাদের কোচ ফার্নান্দো বাতিস্তাকে ছাড়াই মাঠে নামতে হয়। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে দেরি করে নামার জন্য কোনমেবোল (CONMEBOL) বাতিস্তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করে।

গোল দেওয়ার পরে রোন্দোনের প্রতিক্রিয়া। ছবি CONMEBOL Copa America TM ‘X’ handle থেকে নেওয়া।

প্রথমার্ধে দুটি দলই গোল করার বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। ভেনেজুয়েলা প্রথম গোল করে ম্যাচের ৪৯ মিনিটে। খন আরামবুরুর কাছ থেকে যে ক্রস পান তাতে হেড দিয়ে জামাইকার জালে বল জড়িয়ে দিতে কোনো ভুলচুক করেননি এদুয়ার্দ বেয়ো। এই নিয়ে এই টুর্নামেন্টে বেয়োর দ্বিতীয় গোল হল। ৭ মিনিট পরে ভেনেজুয়েলার আবার গোল। ইয়াঙ্গেল হেরেরার পাস যায় সালোমোন রোন্দোনের কাছে। বক্সের মাঝখান থেকে রোন্দোনের বাঁ পায়ের শট পরাস্ত করে জামাইকার গোলকিপারকে।

ভেনেজুয়েলার তৃতীয় তথা চূড়ান্ত গোল আসে ম্যাচের ৮৫ মিনিটে। কার্ভিন আন্দ্রাদের কাছ থেকে থ্রু পেয়ে জামাইকার গোল লক্ষ্য করে বক্সের মাঝখান থেকে ডান পায়ে শট নেন এরিক রামিরেজ। জামাইকার গোলের একেবারে মাঝখান দিয়ে ঢুকে যায় ওই শট। নির্ধারিত ৯০ মিনিটের পর ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তাতে দু’ পক্ষই চেষ্টা করে গোল করার। কিন্তু ফল ভেনেজুয়েলার পক্ষে ৩-০-ই থাকে।

একুয়াদোর-মেক্সিকো গোলশূন্য

সোমবার একই সময়ে অ্যারিজোনার গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে হল গ্রুপ ‘বি’-র একুয়াদোর বনাম মেক্সিকো ম্যাচ। গোল পার্থক্যের হিসাবে এগিয়ে থাকার জন্য কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচটা একুয়াদোরকে ড্র করলেই চলত। আর মেক্সিকোকে জিততে হত। শেষ পর্যন্ত ম্যাচ অমীমাংসিত রেখে একুয়াদোর চলে গেল শেষ ৮-এ।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: মার্তিনেজের ২টি গোলে পেরুকে হারাল আর্জেন্তিনা, শেষ ৮-এ গেল কানাডাও  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।