Homeখেলাধুলোপ্রয়াত প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ, বয়স হয়েছিল ৮০

প্রয়াত প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ, বয়স হয়েছিল ৮০

প্রয়াত প্রাক্তন হকি অলিম্পিয়ান ও স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ভেস পেজ। ১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা।

প্রকাশিত

ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান ও খ্যাতনামা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ভেস পেজ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভেস। এর আগের বছর বার্সেলোনা হকি বিশ্বকাপেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

দীর্ঘদিন অসুস্থ ছিলেন ভেস। বুধবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। লিয়েন্ডার বাবার পাশেই ছিলেন এবং বাড়িতে চিকিৎসার সব ব্যবস্থা করেছিলেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি চললেও বৃহস্পতিবার ভোর ৩টের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভেসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজ মাধ্যমে তিনি লিখেছেন, “ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম কিংবদন্তি ভেস পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। খেলাধুলোয় তাঁর অবদান অপরিসীম, যা চিরকাল মানুষ মনে রাখবেন।”

একাধিক ক্রীড়ায় পারদর্শী

১৯৪৫ সালে গোয়ায় জন্ম ভেসের। একাধিক খেলাধুলায় দক্ষ হলেও হকিতেই তিনি আন্তর্জাতিক সাফল্য অর্জন করেন। ভারতের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি। পাশাপাশি ক্রিকেট, ফুটবল ও রাগবিতেও পারদর্শী ছিলেন। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

কলকাতায় মেডিসিনে পড়াশোনা শেষ করে স্পোর্টস মেডিসিনে বিশেষজ্ঞ হন ভেস। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসি সি) ও বিসিসিআইয়ের সঙ্গে কাজ করার পাশাপাশি ডোপিং-বিরোধী কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। ক্রীড়াবিদদের শারীরিক সমস্যা ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়।

লিয়েন্ডার পেজ একাধিকবার জানিয়েছেন, নিজের টেনিস জীবনে বাবার পরামর্শই তাঁকে কঠিন মুহূর্তে পথ দেখিয়েছে। বাবার অনুপ্রেরণাতেই তিনি খেলাধুলার জগতে আসেন। যদিও ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল তাঁর, কিন্তু অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পূরণ করতে টেনিস বেছে নেন এবং ১৯৯৬ সালে সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন।

আরও পড়ুন: ডুরান্ড কাপ ২০২৫: কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দেখে নিন কবে কখন ডার্বি ম্যাচ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।