Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্সে ভারতের ‘শেফ দ্য মিশন’ হলেন গগন নারাং, ভারতের পতাকা বইবেন...

প্যারিস অলিম্পিক্সে ভারতের ‘শেফ দ্য মিশন’ হলেন গগন নারাং, ভারতের পতাকা বইবেন সিন্ধু ও শরথ

আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের ‘শেফ দ্য মিশন’ হিসেবে নির্বাচিত হয়েছেন গগন নারাং। সোমবার, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পি টি ঊষা এই ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হবেন পি ভি সিন্ধু ও শরথ কমল।

ঊষা বলেন, “শেফ দ্য মিশন হিসেবে একজন অলিম্পিক পদকজয়ীকেই চেয়েছিলাম। মেরি কমের পরিবর্তে গগন নারাং এই দায়িত্ব গ্রহণ করেছেন, যা অত্যন্ত আনন্দের। এছাড়া, ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ হিসেবে দুটি অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু পতাকা বাহক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন অচন্তা শরথ কমল। আমি নিশ্চিত, প্যারিস অলিম্পিক্সে আমাদের ক্রীড়াবিদরা তাঁদের সেরাটা দেবেন।”

মূলত ভারতের শেফ দ্য মিশন হিসেবে প্যারিসে যাওয়ার কথা ছিল মেরি কমের। তবে গত এপ্রিলে তিনি ব্যক্তিগত সমস্যার কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মেরি কম বলেন, “আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই না, কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো উপায় নেই।” পারিবারিক সমস্যার কারণে তিনি প্যারিসে যেতে পারবেন না বলে জানিয়েছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা ধ্যানীর

দ্বিতীয়বারের মতো অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু এবার সোনার পদক জয়ের লক্ষ্যে নামছেন। এর আগে তিনি ব্রোঞ্জ ও রুপোর পদক জিতেছেন। এবার তাঁর লক্ষ্য সোনা। অন্যদিকে, এই প্যারিস অলিম্পিক্স হতে চলেছে টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমলের শেষ অলিম্পিক্স। দেশের সকল ক্রীড়াপ্রেমীদের নজর এখন প্যারিস অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্সের দিকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version