Homeখেলাধুলোপ্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায়...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায় ভারত ত্রয়োদশ স্থানে      

প্রকাশিত

প্যারিস: এবারের প্যারালিম্পিক্সে পদক প্রাপ্তির সংখ্যায় ভারত উঠে এল ত্রয়োদশ স্থানে। প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনেই ভারত টোকিও প্যারালিম্পিক্সে পাওয়া পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছিল। কিন্তু সোনার পদক পাওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। টোকিওতে ভারত পেয়েছিল ৫টা সোনা। ষষ্ঠ দিন পর্যন্ত ভারতের ঘরে সোনার পদক ছিল ৩টে। সোনার পদক পাওয়ার ব্যাপারে পিছিয়ে থাকার খেদটাও মিটতে চলেছে। প্যারালিম্পিক্সের সপ্তম দিনে আরও ২টো স্বর্ণপদক পেয়েছে ভারত। সুতরাং সোনার পদক পাওয়ার ক্ষেত্রে টোকিওকে ছুঁয়ে ফেলল ভারত। আপাতত প্যারিসে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ – ৫টি সোনা, ৯টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ।

প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারত ২টি সোনার পদক ছাড়াও পেয়েছে ২টি রুপোর পদক। তিরন্দাজিতে সোনা জিতেছেন হরবিন্দর সিং। এদিনের দ্বিতীয় সোনার পদকটি পেয়েছেন ধরমবীর, ক্লাব থ্রো ইভেন্টে। ওই একই ইভেন্টে রুপোর পদক জিতেছেন প্রণব সুর্মা। দ্বিতীয় রুপোর পদকটি এসেছে শট পুট-এ, পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সরজেরাও খিলাড়ি।

ক্লাব থ্রো-এ সোনা জিতলেন ধরমবীর। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম সোনা এল ভারতের ঘরে। সোনা এল হরবিন্দর সিংয়ের হাত ধরে। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টের ফাইনালে হরবিন্দর হারালেন পোল্যান্ডের লুকাস সিজেককে। ম্যাচের ফল হরবিন্দরের পক্ষে ২৮-২৪, ২৮-২৭, ২৯-২৫। টোকিও প্যারালিম্পিক্সে হরবিন্দর ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন সোনা জয়ের পথে হরবিন্দরকে ৫টি ম্যাচ খেলতে হয়। কিন্তু তাঁর মধ্যে এতটুকু ক্লান্তির ছাপ ছিল না।

ক্লাব থ্রো-এর এফ৫১ ইভেন্টের ফাইনালে সোনা ও রুপো, দুটি পদকই পেল ভারত। ৩৪.৯২ মিটার দূরত্বে ক্লাব ছুড়ে সোনার পদক জিতে নিলেন ধরমবীর। আর ৩৪.৫৯ মিটার দূরত্বে ক্লাব ছুড়ে প্রণব সুর্মা জিতে নিলেন রৌপ্যপদক।

পুরুষদের শট পুট-এ (লোহার বল নিক্ষেপ) এফ৪৬ ইভেন্টে রুপোর পদক জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন সচিন সরজেরাও খিলাড়ি। তাঁর লোহার বল নিক্ষেপের সবচেয়ে বেশি দূরত্বটি হল ১৬.৩২ মিটার। এই ইভেন্টে ১৬.৩৮ মিটার দূরত্বে লোহার বল ছুড়ে সোনা জিতে নেন কানাডার জি স্টূয়ার্ট। ব্রোঞ্জ পদক পান ক্রোয়েশিয়ার এল বাকোভিচ। তাঁর দূরত্ব ১৬.২৭ মিটার।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: এত পদক আগে কখনও আসেনি ভারতের ঘরে, ছাপিয়ে গেল টোকিওকেও      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।