Home খেলাধুলো প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারত কোন কোন খেলায় অংশ নিচ্ছে, কারা...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারত কোন কোন খেলায় অংশ নিচ্ছে, কারা যাচ্ছেন 

0
অলিম্পিক্সের জন্য প্রস্তুত প্যারিস। ছবি সৌজন্যে www.fattiretours.com।

খবর অনলআইন ডেস্ক: ২০২০-এর টোকিও অলিম্পিক্সে ১২৪ জন ক্রীড়াবিদের দল পাঠিয়ে ভারত ইতিহাস রচনা করেছিল। এবং টোকিও অলিম্পিক্স থেকেই সবচেয়ে বেশি পদক এনেছিল, ৭টা। এর মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য বর্শা ছোড়ায় নীরজ চোপরার স্বর্ণপদক পাওয়া। এবার আমাদের নজর আসন্ন প্যারিস অলিম্পিক্সের দিকে। এবারেও কি নীরজ সোনার পদক এনে দেশের মুখ উজ্জ্বল করবেন? সবাই আশায় বুক বেঁধে রয়েছেন।

প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে বসছে অলিম্পিক্সের আসর। চলবে ১১ আগস্ট পর্যন্ত। ভারত এবার ১১৩ জনের দল পাঠাচ্ছে। সবচেয়ে বড়ো দল অ্যাথলেটিক্সে – ৩০ জন। এর পরেই শুটিং ২১। এ ছাড়াও ভারত যে সব ক্রীড়ায় অংশ নেবে সেগুলি হল (বন্ধনীর মধ্যে ক্রীড়াবিদের সংখ্যা) –

হকি (১৬), ব্যাডমিন্টন (৭), তিরন্দাজি (৬), কুস্তি (৬), বক্সিং (৬), টেবিল টেনিস ৬, গলফ্‌ (৪), টেনিস (৩), সেলিং (২), সাঁতার (২), ইকুয়েস্ট্রিয়ান (১), জুডো (১), রোয়িং (১) এবং ভারোত্তোলন (১)। 

প্যারিসগামী ভারতীয় ক্রীড়াবিদদের তালিকা

তিরন্দাজি

পুরুষদের টিম: তরুণদীপ রাই, প্রবীণ যাদব এবং ধীরাজ বোম্মাদেবরা।

মেয়েদের টিম: ভজন কৌর, দীপিকা কুমারী এবং অঙ্কিতা ভকত।

অ্যাথলেটিক্স

পুরুষদের ২০ কিমি রেস ওয়াক: অক্ষদীপ সিং, বিকাশ সিং এবং পরমজিৎ সিং বিশ্ত।

মেয়েদের ২০ কিমি রেস ওয়াক: প্রিয়াঙ্কা গোস্বামী।

পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ: অবিনাশ সাবলে।

মেয়েদের ৩০০০ মিটার ও ৫০০০ মিটার স্টিপলচেজ: পারুল চৌধুরী।

মেয়েদের ১০০ মিটার হার্ডল্‌স: জ্যোতি ইয়ারাজি।

মেয়েদের ৪০০ মিটার: কিরণ পহল।

মেয়েদের ৫০০০ মিটার: অঙ্কিতা ধ্যানী।

পুরুষদের শট পাট: তাজিন্দরপাল তুর।

মেয়েদের শট পাট: আভা খাটুয়া।

পুরুষদের জ্যাভেলিন থ্রো: নীরজ চোপরা এবং কিশোর কুমার জেনা।

মেয়েদের জ্যাভেলিন থ্রো: অনু রানি।

পুরুষদের হাই জাম্প: সর্বেশ কুশারে।

পুরুষদের লং জাম্প: জেসউইন অলড্রিন। 

পুরুষদের ট্রিপল জাম্প: প্রবীণ চিত্রাবেল এবং আবদুল্লা আবুবাকের।

পুরুষদের ৪X৪০০ মিটার রিলে: মুহাম্মদ আনাস, মুহাম্মদ আজমল, আমোজ জ্যাকব, সন্তোষ তামিলারস এবং রাজেশ রমেশ।

পুরুষদের ৪X৪০০ মিটার রিলে ও ৪X৪০০ মিটার মিক্সড্‌ রিলে: মিজো চাকো কুরিয়ান।

মেয়েদের ৪X৪০০ মিটার রিলে: জ্যোতিকা শ্রী দান্ডি, শুভা বেঙ্কটেশন, বিধ্যা রামরাজ, এমআর পুবাম্মা এবং প্রাচী।

রেস ওয়াক মিক্সড্‌ ম্যারাথন: সুরজ পানোয়ার/প্রিয়াঙ্কা গোস্বামী।

ব্যাডমিন্টন

পুরুষদের সিঙ্গলস: এইচ এস প্রণয় এবং লক্ষ্য সেন।

মেয়েদের সিঙ্গলস: পি ভি সিন্ধু।

পুরুষদের ডাবলস: সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।

মেয়েদের ডাবলস: অশ্বিনী পোনাপ্পা এবং তনিশা ক্রাস্তো।

বক্সিং

মেয়েদের ৫০ কেজি: নিখাত জারিন।

মেয়েদের ৫৪ কেজি: প্রীতি পওয়ার।

মেয়েদের ৫৭ কেজি: জসমিন লামবোরিয়া।

মেয়েদের ৭৫ কেজি: লাভলিনা বরগোহাইঁ।

পুরুষদের ৫১ কেজি: অমিত পঙ্ঘল।

পুরুষদের ৭১ কেজি: নিশান্ত দেব।

ইকুয়েস্ট্রিয়ান

ড্রেসেজ: অনুজ আগরওয়ালা।

গল্‌ফ

পুরুষদের গল্‌ফ: শুভঙ্কর শর্মা এবং গগনজিৎ ভুল্লার।

মেয়েদের গল্‌ফ: অদিতি অশোক এবং দীক্ষা দগর।

পুরুষদের হকি

পি আর শ্রীজেশ, জরমনপ্রীত সিং, অমিত রগিদাস, হরমনপ্রীত সিং (অধিনায়ক), সুমিত, সঞ্জয়, রাজকুমার পাল, শামশের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেকসাগর প্রসাদ, অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং এবং গুরজন্ত সিং।

জুডো

মেয়েদের ৭৮ কেজি: তুলিকা মান।

রোয়িং

এম১এক্স: বলরাজ পানোয়ার।

সেলিং

পুরুষদের একজনের ডিঙ্গি: বিষ্ণু সরবানন।

মেয়েদের একজনের ডিঙ্গি: নেত্রা কুমানন।

শুটিং

পুরুষদের ট্র্যাপ: পৃথ্বীরাজ টোন্ডাইমান।

মেয়েদের ট্র্যাপ: রাজেশ্বরী কুমারী এবং শ্রেয়সী সিং।

পুরুষদের স্কিট: অনন্তজিৎ সিং নারুকা।

মেয়েদের স্কিট: রাইজা ধিলোঁ এবং মহেশ্বরী চৌহান।

স্কিট মিক্সড্‌ টিম: অনন্তজিৎ সিং নারুকা/মহেশ্বরী চৌহান।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল: সন্দীপ সিং এবং অর্জুন বাবুতা।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল: এলাবেনিল বালারিবন এবং রমিতা জিন্দল।

পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন: স্বপ্ননীল কুশারে এবং ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।

মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন: সিফ্‌ত কৌর সামরা এবং অঞ্জুম মৌদ্গিল।

১০ মিটার এয়ার রাইফেল মিক্সড্‌ টিম: সন্দীপ সিং/এলাবেনিল বালারিবন এবং অর্জুন বাবুতা/রমিতা জিন্দল।

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল: অর্জুন চিমা এবং সরবজোত সিং।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল: মনু ভাকের এবং রিদম সাঙ্গোয়াম।

পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল: বিজয়বীর সিধু এবং অনীশ ভানওয়ালা।

মেয়েদের ২৫ মিটার পিস্তল: মনু ভাকের এবং এশা সিং।

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড্‌ টিম: সরবজোত সিং/মনু ভাকের এবং অর্জুন চিমা/রিদম সাঙ্গোয়াম।

সাঁতার

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল: ধিনিধি দেসিঙ্ঘু।

পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক: শ্রীহরি নটরাজ।

টেবিল টেনিস

পুরুষদের সিঙ্গলস্‌: শরৎ কমল এবং হরমিত দেশাই।

পুরুষদের টিম: শরৎ কমল, হরমিত দেশাই এবং মানব ঠক্কর।

মেয়েদের সিঙ্গলস: মণিকা বাত্রা এবং শ্রীজা আকুলা।

মেয়েদের টিম: মণিকা বাত্রা, শ্রীজা আকুলা এবং অর্চনা কামাথ।

টেনিস

পুরুষদের সিঙ্গলস: সুমিত নগল।

পুরুষদের ডাবলস: রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজি।

ভারোত্তোলন

মেয়েদের ৪৯ কেজি: মীরাবাঈ চানু।

কুস্তি 

পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি: আমন সেহরাওয়াত।

মেয়েদের ৫০ কেজি: বিনেশ ফোগত।

মেয়েদের ৫৩ কেজি: অন্তিম পঙ্গল।

মেয়েদের ৫৭ কেজি: অনশু মালিক।

মেয়েদের ৬৮ কেজি: নিশা দাহিয়া।

মেয়েদের ৭৬ কেজি: রীতিকা হুদা।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারত আজ পর্যন্ত অলিম্পিক্স থেকে ১১টা সোনা-সহ ৩৫টা পদক এনেছে

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা ধ্যানীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version