Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের...

এশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের কবাডি থেকে

প্রকাশিত

হ্যাংঝাউ: তিরন্দাজি ও কবাডি থেকে শনিবার ৩টে সোনা আসার পর এ দিন আরও তিনটে সোনা এল – ব্যাডমিন্টন, ক্রিকেট ও কবাডি থেকে। ফলে এ বারের এশিয়ান গেমস থেকে ভারতের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ২৮। মোট পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩।

পুরুষদের ব্যাডমিন্টনে সোনা

পুরুষদের ডাবলসের ফাইনালে জিতে দেশের জন্য সোনা আনলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা দক্ষিণ কোরিয়ার চয় সোলগিউ ও কিম ওনহো জুটিকে ২১-১৮, ২১-১৬ ফলে হারালেন।

প্রথম গেমে ভারতীয় জুটি বেশ কয়েক বার পিছিয়ে থেকে ম্যাচে ফিরেছেন। শেষ পর্যন্ত ২৯ মিনিটে এই ম্যাচের ফয়সালা হয়। এর পরের গেমে ভারতীয় জুটি তুলনামূলক ভাবে সহজে জেতে। ২৮ মিনিটে এই ম্যাচের নিষ্পত্তি হয়। সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ ভারতের প্রথম ডাবলস জুটি যারা এশিয়ান গেমস থেকে এই প্রথম ব্যাডমিন্টনে সোনা আনল।      

পুরুষদের ক্রিকেটে সোনা

বৃষ্টির ফলে ব্যাহত ফাইনালে ম্যাচে জয়পরাজয়ের মীমাংসা না হওয়ায় পুরুষদের ক্রিকেটে ভারতকে বিজয়ী ঘোষণা করা হল। বাছাই তালিকায় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের উপরে থাকায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়। ফলে পুরুষদের ক্রিকেটেও সোনা পেল ভারত।

ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান। গোড়ার দিকে খুব দ্রুত ৫টি উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন গুলবাদিন নাইব এবং শহিদুল্লাহ কমল। তাঁরা দলের রান পৌঁছে দেন ১১২-তে। আফগানিস্তান যখন ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রানে পৌঁছোয় তখনই বৃষ্টি নামে।

শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় স্থানীয় সময় দুপুর ২টো ৪০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় এবং বাছাই তালিকায় আফগানিস্তানের উপরে থাকার সুবাদে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরুষদের কবাডিতেও সোনা

পুরুষদের কবাডিতেও ভারতই সোনা পেল। ইরানকে তারা হারাল ৩৩-২৯ পয়েন্টে। গোড়ার দিকে ভারত ৫-৭ পয়েন্টে ইরানের থেকে পিছিয়ে গেলেও বিরতির সময় তারা ১৯-১৩ পয়েন্টে এগিয়ে যায়। কবাডি ফাইনাল বাঁশি বাজার ৫ মিনিট বাকি থাকতে ভারত এগিয়ে থাকে ২৮-২৫ পয়েন্টে। শেষ পর্যন্ত দুই দলের ম্যাচ ২৯-২৯ পয়েন্টে সাসপেন্ড হয়ে যায়।

‘টাচ’ করা, না-করা নিয়ে দুই দলে তুমুল বিতর্ক শুরু হয়। খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। ম্যাচ রেফারি/বিচারকরা আলোচনায় বসেন। দুই দলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশনের (আইকেএফ) নিয়ম অনুযায়ী ভারতকে ৪ পয়েন্ট দিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ভারত ৩৩-২৯ পয়েন্টে হারায় ইরানকে।

আরও পড়ুন         

এশিয়ান গেমস ২০২৩: কবাডি ও তিরন্দাজি থেকে এল আরও ৩টি সোনা, ভারতের পদকসংখ্যা ১০০ ছুঁল       

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।