Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: কবাডি ও তিরন্দাজি থেকে এল আরও ৩টি সোনা, ভারতের...

এশিয়ান গেমস ২০২৩: কবাডি ও তিরন্দাজি থেকে এল আরও ৩টি সোনা, ভারতের পদকসংখ্যা ১০০ ছুঁল

প্রকাশিত

হ্যাংঝাউ: প্রত্যাশামতো এ বারের এশিয়ান গেমসে ভারতের পদকসংখ্যা ১০০ ছুঁল। শনিবার সকালেই ভারতের ঝুলিতে এল আরও ৫টি পদক। এর মধ্যে ৩টিই সোনা। এ ছাড়া এল আরও ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক।

শুক্রবার ভারত শেষ করেছিল ৯৫টি পদকে। ১০০ ছুঁতে দরকার ছিল আরও ৫টি পদকের। শনিবার সকালেই তা এল। তিরন্দাজি থেকে এল ২টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক। আর অন্য সোনাটি এল কবাডি থেকে। আপাতত ভারতের পদক সংখ্যা ১০০ – ২৫টি সোনা, ৩৫টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ।  

তিরন্দাজি থেকে ৪ পদক

শনিবার সকালে ভারতের প্রথম পদক এল ব্রোঞ্জ। এল তিরন্দাজি কম্পাউন্ডে মহিলাদের ব্যক্তিগত বিভাগ থেকে। ব্রোঞ্জ জিতলেন অদিতি গোপীচাঁদ স্বামী। ইন্দোনেশিয়ার ফাদলি রতি জিলিজাতিকে ১৪৬-১৪০ পয়েন্টে হারালেন।  

এর পর সোনার খবর। সোনা এল তিরন্দাজি কম্পাউন্ডে মহিলা এবং পুরুষদের ব্যক্তিগত বিভাগে। মহিলাদের ব্যক্তিগত বিভাগের ফাইনালে দক্ষিণ কোরিয়ার সো চেওনকে হারিয়ে সোনা পেলেন জ্যোতি সুরেখা বেন্নাম। খেলার ফল ১৪৯-১৪৫। সোনার পদকে জ্যোতি হ্যাটট্রিক করলেন। দলগত বিভাগ, মিক্সড ইভেন্টে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে।   

তিরন্দাজি কম্পাউন্ডে পুরুষদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ওজাস প্রবীণ দেওতালে। তিনি তাঁরই দেশের অভিষেক বর্মাকে হারালেন ১৪৯-১৪৭ পয়েন্টে। দেশের জন্য রুপো আনলেন অভিষেক। ওজাসেরও সোনায় হ্যাটট্রিক – দলগত সোনা, মিক্সড সোনা, ব্যক্তিগত সোনা।      

কবাডিতে সোনা

মহিলাদের কবাডিতে এল সোনা। ভারতের ১০০তম পদক। ভারত ২৫-২৪ পয়েন্টে হারাল চাইনিজ তাইপেইকে। এই চাইনিজ তাইপেইয়ের সঙ্গে পুল স্টেজের ম্যাচে ড্র করেছিল ভারত। সুতরাং একটু টেনশন তো ছিল। কিন্তু আসল কাজটি সেরে ফেললেন ভারতের মহিলা কবাডি খেলোয়াড়রা। জয়সূচক পয়েন্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ভারতীয় খেলোয়াড় পুষ্পার দাবি, তিনি ‘টাচ’ করেছেন। চাইনিজ তাইপেইয়ের খেলোয়াড় তা মানতে রাজি নন। চাইনিজ তাইপেই রিভিউ চাইল। আধিকারিকরা জানালেন, পুষ্পাই ঠিক।

আরও পড়ুন

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে ১০০-র গণ্ডি

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

এশিয়ান প্যারা গেমস: ক্রীড়াক্ষেত্রে ইতিহাস গড়ল ভারত, জিতে নিল ২৯ সোনা-সহ ১১১ পদক

হ্যাংঝাউ: নিজেদের ঝুলিতে ১১১টা পদক ভরে এশিয়ান প্যারা গেমস শেষ করল ভারত। চিনের হ্যাংঝাউয়ে...

এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

হ্যাংঝাউ: এশিয়ান প্যারা গেমসের পঞ্চম দিন সক্কালেই এল সোনার খবর। সোনা জিতলেন তিরন্দাজ শীতল...

এশিয়ান গেমস ২০২৩: এশিয়াডে ইতিহাস, ২৮টি সোনা সহ ১০৭টা পদক নিয়ে ফিরছে ভারত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত। ৭৪ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, তা-ই হল।...