Home খেলাধুলো এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

0
রুপোজয়ী ভারতীয় ব্রিজ দল।

হ্যাংঝাউ: শুক্রবার আরও ৯টি পদক এল ভারতের ঝুলিতে – ১টি সোনা, ২টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। মোট পদক সংখ্যা দাঁড়াল ৯৫ – ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ।   

প্রত্যাশামতোই সোনা এসেছে পুরুষদের হকি থেকে। হরমনপ্রীত সিংয়ের দল ফাইনালে জাপানকে হারাল ৫-১ গোলে। এটা এশিয়ান গেমসের ইতিহাসে হকিতে ভারতের চতুর্থ সোনা। সেই সঙ্গে সরাসরি প্যারিস অলিম্পিক্সের টিকিট জোগাড় করে ফেলল টিম ইন্ডিয়া।

এল আরও দুটো রুপো

শুক্রবার সোনা ছাড়া আসে দুটি রুপো। তিরন্দাজির রিকার্ভ বিভাগে পুরুষদের দলগত ইভেন্টের ফাইনালে কোরিয়ার কাছে ১-৫ ফলে হেরে গেল ভারত। ফলে তুষার শেলকে, অতুনু দাস ও ধীরাজ বোম্মাদেবরাকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। আর একটি রুপো এল পুরুষদের দলগত ব্রিজে (তাস)। কলকাতা মেট্রো রেলের কর্মী সুমিত মুখোপাধ্যায়, রাজু তোলানি, অজয় প্রভাকর কাহরে, জ্যাগি শিবদসানি, সন্দীপ থকরল এবং রাজেশ্বর তেওয়ারিকে নিয়ে গঠিত ভারতীয় দল হংকং-এর কাছে ১৫২-২৩৮.১ পয়েন্টে হেরে গেল। তবে এশিয়ান গেমসে ব্রিজে ভারতের পদক পাওয়ার বিষয়টি উন্নত হল। এর আগে ২০১৮ এর এশিয়ান গেমসে ভারত ব্রিজে ব্রোঞ্জ পেয়েছিল।

এল আরও ৬টি ব্রোঞ্জ

শুক্রবার ভারতের খেলোয়াড়েরা মোট ৬টি ব্রোঞ্জ পদক এনেছেন। তিরন্দাজির রিকার্ভ বিভাগে মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ এনেছেন ভজন কৌর, অঙ্কিতা ভকত এবং সিমরনজিৎ কৌর। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন এইচএস প্রণয়। ব্রোঞ্জ এসেছে মহিলাদের সেপাকটাকরোয়। তিন মহিলা কুস্তিগির ব্রোঞ্জ পেয়েছেন। এঁরা হলেন সোনম মালিক, কিরণ বিষ্ণোই এবং আমন সেহরাওয়াত।

এশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version