Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: জ্যোতির দ্বিতীয় সোনা, অদিতি ও পরনীতকে নিয়ে জিতলেন কম্পাউন্ড...

এশিয়ান গেমস ২০২৩: জ্যোতির দ্বিতীয় সোনা, অদিতি ও পরনীতকে নিয়ে জিতলেন কম্পাউন্ড তিরন্দাজির ফাইনাল    

প্রকাশিত

হ্যাংঝাউ: বৃহস্পতিবার সকালেই আরও একটা সোনা এল ভারতের ঝুলিতে। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। দেশের হয়ে সোনা আনলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পরনীত কৌর। ফাইনালে তাঁরা চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারালেন।

এ বারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এই নিয়ে ২টি সোনা এল তিরন্দাজিতে। আর মোট সোনার পদকের সংখ্যা দাঁড়াল ১৯।   

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই দলের মধ্যে। প্রথম সেটে ভারতীয় দল পিছিয়ে পড়েছিল ৫৪-৫৬ পয়েন্টে। দ্বিতীয় সেটে ভারতের পক্ষে ফল হয় ৫৮-৫৫। ফলে দুটি সেট মিলিয়ে ভারত ১ পয়েন্টে এগিয়ে থাকে। তৃতীয় সেটটি আবার চাইনিজ তাইপেই  জিতে নেয় ৬০-৫৯ ব্যবধানে। ফলে দুটি দলের মধ্যে ১ পয়েন্টের যে ব্যবধান ছিল তা মুছে যায়। চতুর্থ তথা শেষ সেটের আগে দুই দলের পয়েন্ট হয় ১৭১।

শেষ সেট জিততেই হত জ্যোতিদের। আর সেই কাজটাই করে দেখালেন তাঁরা। শেষ সেট তাঁরা জিতলেন ৫৯-৫৮ পয়েন্টে। সুতরাং চার সেট মিলিয়ে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে সোনা ছিনিয়ে নিলেন ভারতীয় তিরন্দাজিরা।  

তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীতের জুটি। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে। বুধবার কম্পাউন্ড তীরন্দাজির মিক্সড দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। সেই দলেও ওজাস দেওতালের সঙ্গে ছিলেন জ্যোতি সুরেখা। সুতরাং এ বারের গেমসে আপাতত দুটি সোনা জ্যোতির দখলে।

এশিয়ান গেমস থেকে ১৯তম সোনা জিতল ভারত। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮২টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও ভারত সোনা জিতবে। কারণ ফাইনালে মুখোমুখে হবেন ভারতের অভিষেক বর্মা এবং ওজাস দেওতালে।

আরও পড়ুন:

এশিয়ান গেমস ২০২৩: নীরজ সোনাই পেলেন, ৪X৪০০ মিটার দৌড়েও সোনা, ভারতের ঝুলিতে ৮১টি পদক 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।