Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: জ্যোতির দ্বিতীয় সোনা, অদিতি ও পরনীতকে নিয়ে জিতলেন কম্পাউন্ড...

এশিয়ান গেমস ২০২৩: জ্যোতির দ্বিতীয় সোনা, অদিতি ও পরনীতকে নিয়ে জিতলেন কম্পাউন্ড তিরন্দাজির ফাইনাল    

প্রকাশিত

হ্যাংঝাউ: বৃহস্পতিবার সকালেই আরও একটা সোনা এল ভারতের ঝুলিতে। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। দেশের হয়ে সোনা আনলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পরনীত কৌর। ফাইনালে তাঁরা চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারালেন।

এ বারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এই নিয়ে ২টি সোনা এল তিরন্দাজিতে। আর মোট সোনার পদকের সংখ্যা দাঁড়াল ১৯।   

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই দলের মধ্যে। প্রথম সেটে ভারতীয় দল পিছিয়ে পড়েছিল ৫৪-৫৬ পয়েন্টে। দ্বিতীয় সেটে ভারতের পক্ষে ফল হয় ৫৮-৫৫। ফলে দুটি সেট মিলিয়ে ভারত ১ পয়েন্টে এগিয়ে থাকে। তৃতীয় সেটটি আবার চাইনিজ তাইপেই  জিতে নেয় ৬০-৫৯ ব্যবধানে। ফলে দুটি দলের মধ্যে ১ পয়েন্টের যে ব্যবধান ছিল তা মুছে যায়। চতুর্থ তথা শেষ সেটের আগে দুই দলের পয়েন্ট হয় ১৭১।

শেষ সেট জিততেই হত জ্যোতিদের। আর সেই কাজটাই করে দেখালেন তাঁরা। শেষ সেট তাঁরা জিতলেন ৫৯-৫৮ পয়েন্টে। সুতরাং চার সেট মিলিয়ে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে সোনা ছিনিয়ে নিলেন ভারতীয় তিরন্দাজিরা।  

তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীতের জুটি। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে। বুধবার কম্পাউন্ড তীরন্দাজির মিক্সড দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। সেই দলেও ওজাস দেওতালের সঙ্গে ছিলেন জ্যোতি সুরেখা। সুতরাং এ বারের গেমসে আপাতত দুটি সোনা জ্যোতির দখলে।

এশিয়ান গেমস থেকে ১৯তম সোনা জিতল ভারত। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮২টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও ভারত সোনা জিতবে। কারণ ফাইনালে মুখোমুখে হবেন ভারতের অভিষেক বর্মা এবং ওজাস দেওতালে।

আরও পড়ুন:

এশিয়ান গেমস ২০২৩: নীরজ সোনাই পেলেন, ৪X৪০০ মিটার দৌড়েও সোনা, ভারতের ঝুলিতে ৮১টি পদক 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।