Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: নীরজ সোনাই পেলেন, ৪X৪০০ মিটার দৌড়েও সোনা, ভারতের ঝুলিতে...

এশিয়ান গেমস ২০২৩: নীরজ সোনাই পেলেন, ৪X৪০০ মিটার দৌড়েও সোনা, ভারতের ঝুলিতে ৮১টি পদক   

প্রকাশিত

হ্যাংঝাউ: এই সোনা প্রত্যাশিতই ছিল। যিনি ২০১৮-এর কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসে সোনা জিতেছেন, যিনি অলিম্পিকে সোনা জিতেছেন, যিনি বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন, তিনি সোনা জিতবেন না, তা কখনও হয়? প্রত্যাশিত ভাবেই তিনি সোনা জিতলেন। এবং তাঁর সঙ্গে রুপোও জিতলেন এক ভারতীয়।

বুধবার এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতে নিলেন নীরজ চোপড়া। আর ওড়িশার কিশোর জেনা ৮৭.৫৪ মিটার দূরে ছুড়ে পেলেন রুপো। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। গোটা ইভেন্ট জুড়েই এই দুই ভারতীয় ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় স্থানাধিকারী ডিন জেঙ্কি দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন।

অ্যাথলেটিক্সে আরও সোনা

আরও সোনা এল অ্যাথলেটিক্সে। নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জেতার ঠিক ৮ মিনিট পরেই ভারতের আবার সোনা জেতার খবর এল। ছেলেদের ৪X৪০০ মিটার দৌড়ে সোনা জিতল ভারত। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার দৌড় শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।

জাকার্তা এশিয়ান গেমসে ভারত এই ইভেন্টে রুপো জিতেছিল। ভারতকে হারিয়েছিল কাতার। এ বার সেই কাতারকেই হারিয়ে সোনা জিতে নিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস মুহাম্মদ। ৪৩.৬০ সেকেন্ড সময় করে তিনি পাঁচ নম্বরে শেষ করেন। এর পরে জাকোব। জাকোবই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে আসেন তিনি। সেই ধারা বজায় রেখে নিজেদের ঘরে সোনা তুললেন আজমল এবং রাজেশ।

এ বছর বিশ্ব অ্যাথলেটিক্সে ৪X৪০০ মিটার রিলে রেসে রেকর্ড গড়েছিল ভারত। ভারতের ছেলেরা সময় নিয়েছিল ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ড। বুধবার এশিয়ান গেমসে অল্পের জন্য নিজেদের সেই রেকর্ড অক্ষুণ্ণ রইল।

asiad gold relay 05.10

সোনাজয়ী রিলে দল।

আরও পদক

২০১৮-এর এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে এখনও পর্যন্ত হ্যাংঝাউ এশিয়াডে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ৮১। এর মধ্যে ১৮টি সোনা, ৩১টি এবং ৩২টি ব্রোঞ্জ।

বুধবার সক্কালেই তিরন্দাজিতে সোনা আনেন জ্যোতি সুরেখা বেন্নাম এবং ওজাস প্রবীণ দেওতালে। তার পর জ্যাভেলিনে নীরজ চোপড়া এবং রিলে রেসে চার জনের জুটি সোনা আনার পর ঝুলিতে সোনার সংখ্যা দাঁড়ায় ১৮।

কুস্তি: পুরুষদের গ্রেকো-রোমান ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুনীল কুমার।

বক্সিং: মেয়েদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়ে রুপো পেলেন লাভলিনা বরগোহাইঁ। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ জেতেন পরবীন।

অ্যাথলেটিক্স: ৩৫ কিমি রেস ওয়াকে মিক্সড্‌ দলগত ইভেন্টে ব্রোঞ্জ। মেয়েদের ৮০০ মিটার ফাইনালে রুপো পেলেন হরমিলন বেনস্‌। মেয়েদের ৪X৪০০ মিটার রিলে রেসে ভারতীয় দল রুপো পেল।

স্কোয়াশ: মিক্সড্‌ ডাবলসের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেল ভারত।  

আরও পড়ুন    

এশিয়ান গেমস ২০২৩: তিরন্দাজিতে সোনা, পদকের সংখ্যায় জাকার্তার রেকর্ড ভাঙল ভারত

এশিয়াড হকি: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ভারত ফাইনালে

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...