Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: নীরজ সোনাই পেলেন, ৪X৪০০ মিটার দৌড়েও সোনা, ভারতের ঝুলিতে...

এশিয়ান গেমস ২০২৩: নীরজ সোনাই পেলেন, ৪X৪০০ মিটার দৌড়েও সোনা, ভারতের ঝুলিতে ৮১টি পদক   

প্রকাশিত

হ্যাংঝাউ: এই সোনা প্রত্যাশিতই ছিল। যিনি ২০১৮-এর কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসে সোনা জিতেছেন, যিনি অলিম্পিকে সোনা জিতেছেন, যিনি বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন, তিনি সোনা জিতবেন না, তা কখনও হয়? প্রত্যাশিত ভাবেই তিনি সোনা জিতলেন। এবং তাঁর সঙ্গে রুপোও জিতলেন এক ভারতীয়।

বুধবার এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতে নিলেন নীরজ চোপড়া। আর ওড়িশার কিশোর জেনা ৮৭.৫৪ মিটার দূরে ছুড়ে পেলেন রুপো। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। গোটা ইভেন্ট জুড়েই এই দুই ভারতীয় ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় স্থানাধিকারী ডিন জেঙ্কি দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন।

অ্যাথলেটিক্সে আরও সোনা

আরও সোনা এল অ্যাথলেটিক্সে। নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জেতার ঠিক ৮ মিনিট পরেই ভারতের আবার সোনা জেতার খবর এল। ছেলেদের ৪X৪০০ মিটার দৌড়ে সোনা জিতল ভারত। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার দৌড় শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।

জাকার্তা এশিয়ান গেমসে ভারত এই ইভেন্টে রুপো জিতেছিল। ভারতকে হারিয়েছিল কাতার। এ বার সেই কাতারকেই হারিয়ে সোনা জিতে নিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস মুহাম্মদ। ৪৩.৬০ সেকেন্ড সময় করে তিনি পাঁচ নম্বরে শেষ করেন। এর পরে জাকোব। জাকোবই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে আসেন তিনি। সেই ধারা বজায় রেখে নিজেদের ঘরে সোনা তুললেন আজমল এবং রাজেশ।

এ বছর বিশ্ব অ্যাথলেটিক্সে ৪X৪০০ মিটার রিলে রেসে রেকর্ড গড়েছিল ভারত। ভারতের ছেলেরা সময় নিয়েছিল ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ড। বুধবার এশিয়ান গেমসে অল্পের জন্য নিজেদের সেই রেকর্ড অক্ষুণ্ণ রইল।

asiad gold relay 05.10

সোনাজয়ী রিলে দল।

আরও পদক

২০১৮-এর এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে এখনও পর্যন্ত হ্যাংঝাউ এশিয়াডে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ৮১। এর মধ্যে ১৮টি সোনা, ৩১টি এবং ৩২টি ব্রোঞ্জ।

বুধবার সক্কালেই তিরন্দাজিতে সোনা আনেন জ্যোতি সুরেখা বেন্নাম এবং ওজাস প্রবীণ দেওতালে। তার পর জ্যাভেলিনে নীরজ চোপড়া এবং রিলে রেসে চার জনের জুটি সোনা আনার পর ঝুলিতে সোনার সংখ্যা দাঁড়ায় ১৮।

কুস্তি: পুরুষদের গ্রেকো-রোমান ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুনীল কুমার।

বক্সিং: মেয়েদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়ে রুপো পেলেন লাভলিনা বরগোহাইঁ। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ জেতেন পরবীন।

অ্যাথলেটিক্স: ৩৫ কিমি রেস ওয়াকে মিক্সড্‌ দলগত ইভেন্টে ব্রোঞ্জ। মেয়েদের ৮০০ মিটার ফাইনালে রুপো পেলেন হরমিলন বেনস্‌। মেয়েদের ৪X৪০০ মিটার রিলে রেসে ভারতীয় দল রুপো পেল।

স্কোয়াশ: মিক্সড্‌ ডাবলসের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেল ভারত।  

আরও পড়ুন    

এশিয়ান গেমস ২০২৩: তিরন্দাজিতে সোনা, পদকের সংখ্যায় জাকার্তার রেকর্ড ভাঙল ভারত

এশিয়াড হকি: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ভারত ফাইনালে

সাম্প্রতিকতম

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?