ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস রচিত হল বিশ্ব মঞ্চে। রবিবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে প্রথমবার সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় ত্রয়ী—ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুগে।
ফাইনালের শুরুতে ভারত পিছিয়ে পড়েছিল। প্রথম সেটে স্কোর ছিল ৫৭-৫৯। তবে দ্বিতীয় সেটে সমতা ফেরান ভারতীয়রা। পরপর ছ’টি ‘পারফেক্ট টেন’ মারেন ঋষভ, আমান ও প্রথমেশ। দুই সেট শেষে দুই দলের স্কোর হয় ১১৭-১১৭। তৃতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সমতা (১৭৬-১৭৬)। নির্ণায়ক চতুর্থ সেটে ফ্রান্স চাপ সামলাতে ব্যর্থ হয়। তাঁদের দুটি তির থেকে আসে ৯ পয়েন্ট। ভারতের হয়ে শেষ তির ছোড়েন প্রথমেশ, যিনি দলের মধ্যে ক্রমতালিকায় নীচে। কিন্তু অসাধারণ দৃঢ়তায় তিনি শেষ শটে ১০ পয়েন্ট এনে দেন। এর ফলে ২ পয়েন্টের ব্যবধানে সোনা নিশ্চিত করে ভারত।
ভারতীয় দলের কোচ জিওয়ানজ্যোৎ সিংহ তেজা বলেন, “এই জয় কোনও এক জনের কৃতিত্ব নয়, তিন জনেই দুর্দান্ত পারফর্ম করেছে। তবে চাপের মুখে শেষ শটে ১০ পয়েন্ট এনে দিয়েছে প্রথমেশ—ওকে কৃতিত্ব দিতেই হবে।”
দিনের শুরুতে ভারতের ঝুলিতে আসে রুপো। মিক্সড টিম ফাইনালে ১৫৫-১৫৭ স্কোরে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ঋষভ ও জ্যোতি সুরেখা। অন্যদিকে, হতাশ করেছে মহিলাদের দল। আট বছর পর পদকশূন্য থেকে ফিরেছে তাঁরা। প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে ২২৯-২৩৩ ব্যবধানে হেরে ছিটকে যায় ভারতীয় মহিলা দল।
এই সাফল্যে ভারতের পুরুষ তিরন্দাজরা নতুন ইতিহাস লিখল, যা দেশীয় খেলাধুলায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল।
আরও পড়ুন: প্রস্টেট ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ, আত্মজীবনীতে প্রকাশ পেল লড়াইয়ের কথা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

