Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্সের জন্য ভারতের রাইফেল ও পিস্তল শুটিং স্কোয়াড ঘোষণা

প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতের রাইফেল ও পিস্তল শুটিং স্কোয়াড ঘোষণা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৪ প্যারিস অলিম্পিক্সের জন্য ১৫ জনের রাইফেল ও পিস্তল শুটিং স্কোয়াড ঘোষণা করল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)।

দলে বিশেষ কোনো চমক নেই। মহিলাদের পিস্তল চালনায় যিনি সবার সেরা, দু’বারের অলিম্পিয়ান মনু বাখের এবারেও দলে আছেন। তিনিই একমাত্র অ্যাথলেট যিনি দুটি ব্যক্তিগত ইভেন্টে যোগ দেবেন। ইভেন্টদুটি হল মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মহিলাদের ২৫ মিটার পিস্তল।

১৫ জনের দলে ৮ জন রাইফেল শুটার এবং ৭ জন পিস্তল শুটার। দলের সমস্ত সদস্য, কোচেরা এবং সহযোগী কর্মীরা এখন ফ্রান্সের লেস মাইনেতে শিবির করে রয়েছেন। আবহাওয়া, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কড়া প্রশিক্ষণের জন্য এই শিবির হয়েছে। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। তার আগে তাঁরা দু’ সপ্তাহের জন্য বাড়ি আসবেন।

যে দু’জন উল্লেখযোগ্য শুটার এবার স্কোয়াড থেকে বাদ পড়েছেন, তাঁরা হলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্রাংশ পাটিল এবং এশিয়ান গেম্‌সে পদকজয়ী পলক গুলিয়া।

রাইফেল এবং পিস্তল শুটিং-এ ৮টি ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও ভারত ৪টি ব্যক্তিগত শটগান ইভেন্টেও যোগ দিচ্ছে। এ ছাড়াও রাইফেল ও পিস্তলে ২টি করে মিক্সড্‌ ইভেন্ট এবং শটগানে ১টি মিক্সড্‌ ইভেন্টে যোগ দিচ্ছে ভারত।  

মনু বাখের। ছবি তাঁর ‘এক্স’ হ্যান্ডেল থেকে নেওয়া।

অলিম্পিক্সের স্কোয়াড ঘোষণা করে এনআরএআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কালীকেশ নারায়ণ সিং দেও বলেন, “দল বাছাই কমিটি বসেছিল এবং খুঁটিনাটি আলোচনা করেছে। শুটারদের দক্ষতা অনুযায়ী এখন যে রকম ফর্ম চলছে তার ভিত্তিতে এবং আমাদের নীতির প্রতি অনুগত থেকে আমরা সবচেয়ে ভালো টিম তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি। টিম যাতে ভালো ফল দিতে পারে তার জন্য আমরা সব খুঁটিয়ে বিবেচনা করেছি। এই কথা যথেষ্ট আস্থা নিয়েই বলছি। রাইফেল ও পিস্তল ইভেন্টে আমাদের যে গভীরতা আছে তা বিবেচনা করলে মনে হবে কিছু ভালো শুটার আমাদের স্কোয়াডে আসতে পারেননি। তবে তাঁরা আবার ফিরে আসার সুযোগ পাবেন। আমি স্কোয়াডের জন্য সব রকম শুভ কামনা করি।”

প্যারিস অলিম্পিক্সে রাইফেল স্কোয়াড

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – সন্দীপ সিং, অর্জুন ববুতা

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল – এলাবেনিল বালারিবন, রমিতা জিন্দল

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি – সিফ্‌ত কৌর সমরা, অঞ্জুম মৌদগিল

পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি – স্বপ্নিল কুশলে, ঐশ্বরী তোমার

প্যারিস অলিম্পিক্সে পিস্তল স্কোয়াড

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল – সরবজোত সিং, অর্জুন চিমা

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল – মনু বাখের, রিদন সাঙ্গোয়ান

মহিলাদের ২৫ মিটার পিস্তল – মনু বাখের, এশা সিং

পুরুষদের ২৫ মিটার পিস্তল – অনীশ ভনওয়াল, বিজয়বীর সিধু

আরও পড়ুন

আন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।